প্রীতি পোদ্দার, কলকাতা: বছর শেষ হতে হাতে মাত্র আর কয়েকটা দিন বাকি। তারপরেই নতুন বছরের আগমন। কিন্তু বর্ষ শেষের আনন্দ জাঁকিয়ে ঠাণ্ডার মধ্যে দিয়ে কিছুতেই কাটাতে পারছে না রাজ্যবাসী। এবং এর অন্যতম মূল কারণ হল নিম্নচাপ এবং পশ্চিমী ঝঞ্ঝা। আর এর ফলেই বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেড়ে যাওয়ায় উত্তুরে হাওয়া বাঁধা পাচ্ছে। তার উপর আবার সপ্তাহান্তে বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে হাওয়া অফিস।
আজকের আবহাওয়া
আজ সকাল থেকেই রৌদ্রোজ্জ্বল ও পরিষ্কার পরিচ্ছন্ন আকাশ দেখা যাচ্ছে। কুয়াশার দাপট কেটে গিয়েছে। তবে সপ্তাহের তৃতীয় কর্মদিবসে দক্ষিণবঙ্গ সহ কলকাতার আকাশ আংশিক মেঘলা থাকবে। আজ দক্ষিণবঙ্গ সহ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৬ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। আর সর্বনিম্ন তাপমাত্রা ১৬ ডিগ্রির আশপাশে থাকতে পারে।
উত্তরবঙ্গের আবহাওয়া
আজ উত্তরবঙ্গে বৃষ্টি হবে না। গতকালের মতোই থাকবে আজকের আবহাওয়া। বুধবার উত্তরবঙ্গের সব জেলায় অর্থাৎ দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদা জেলার আবহাওয়া শুষ্ক থাকবে। কোনও জেলায় বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়নি। শুষ্ক থাকবে সব জেলার আবহাওয়া।
দক্ষিণবঙ্গের আবহাওয়া
আজ অর্থাৎ বুধবার ধবার দক্ষিণবঙ্গের কোনও জেলায় বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া জেলায় আবহাওয়া শুষ্ক থাকবে।
আগামীকালের আবহাওয়া
আগামীকাল অর্থাৎ বৃহস্পতিবার, দক্ষিণবঙ্গের সব জেলার অর্থাৎ কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া জেলার আবহাওয়া শুষ্ক থাকবে। বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। হালকা থেকে মাঝারি কুয়াশা দেখা যাবে সকালের দিকে। অন্যদিকে উত্তরবঙ্গে দার্জিলিং এবং কালিম্পং জেলার একটি বা দুটি অংশে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত বা তুষারপাত হতে পারে। তবে বাকি জেলার আবহাওয়া শুষ্ক থাকবে।