প্রীতি পোদ্দার, কলকাতা: নভেম্বর মাস যতই শেষ লগ্নের দিকে এগোচ্ছে ততই যেন তাপমাত্রার পারদ আরও নিম্নমুখী হচ্ছে। সকালে অনুভূত হচ্ছে উত্তুরে হাওয়া। চলতি সপ্তাহের আরও ২ থেকে ৩ তাপমাত্রা কমবে বলে জানা গিয়েছে। তাই শীত আসতে এখন আর বেশি দেরি নেই। দক্ষিণের অন্যান্য জেলাগুলোতে তুলনায় বেশি ঠান্ডা পড়েছে পশ্চিমের জেলাগুলিতে। আর এই আবহে ফের ঘূর্ণিঝড়ের আশঙ্কা খবরের শিরোনামে উঠে এল।
ভারতীয় মৌসম ভবনের তরফে জানানো হয়েছে, আগামী শনিবার দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরের উপরে নিম্নচাপ তৈরি হতে পারে। যা পরবর্তী দু’দিনে দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরের দিকে গভীর নিম্নচাপে পরিণত হবে। তবে তারপর সেই সম্ভাব্য গভীর নিম্নচাপ আরও শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হবে কিনা, সেই বিষয়ে এখনও মৌসম ভবনের তরফে কিছু জানানো হয়নি।
আজকের আবহাওয়া
সপ্তাহের তৃতীয় কর্মদিবসে অর্থাৎ আজ দক্ষিণবঙ্গ সহ কলকাতার আকাশ মূলত মেঘমুক্ত পরিষ্কার থাকবে। সকালের দিকে হালকা কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে। তবে বেলা বাড়তেই কুয়াশার দাপট কমবে। তবে উত্তুরে হাওয়ার পরিমাণ বাড়বে। হাওয়া অফিস সূত্রে জানা গিয়েছে, আজ অর্থাৎ বুধবার দক্ষিণবঙ্গ সহ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ২৮ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকবে। এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ১৮ ডিগ্রির আশপাশে।
উত্তরবঙ্গের আবহাওয়া
হাওয়া অফিস উত্তরবঙ্গের ক্ষেত্রেও শুষ্ক এবং শীতল আবহাওয়ার পূর্বাভাস দিয়েছে। উত্তরবঙ্গের কোনও জেলায় অর্থাৎ দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদা জেলায় বৃষ্টি হবে না। শুষ্ক আবহাওয়া থাকবে। ঘন কুয়াশার সতর্কতা জারি করা হয়েছে হাওয়া অফিসের তরফ থেকে।
দক্ষিণবঙ্গের আবহাওয়া
আজ অর্থাৎ বুধবার, সপ্তাহের তৃতীয় কর্মদিবসের দিন দক্ষিণবঙ্গের সব জেলায় শুষ্ক এবং শীতল আবহাওয়া বিরাজ করবে। কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া জেলাতে কোনো বৃষ্টির সম্ভাবনা নেই। ভোরের দিকে এবং সকালের দিকে ঘন কুয়াশার দাপট দেখা যাবে।
আগামীকালের আবহাওয়া
আগামীকাল অর্থাৎ বৃহস্পতিবার, উত্তরবঙ্গের তিনটি জেলায় অর্থাৎ দার্জিলিং, উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুর জেলার একটি বা দুটি অংশে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে। এবং দক্ষিণবঙ্গের দুটি জেলায় অর্থাৎ পশ্চিম মেদিনীপুর এবং পশ্চিম বর্ধমান জেলার একটি বা দুটি অংশে হালকা থেকে মাঝারি কুয়াশা পড়তে পারে। তবে কোনো এলাকায় ঘন কুয়াশার সতর্কতা জারি করা হয়নি।