প্রীতি পোদ্দার, কলকাতা: বিগত দুইদিন ধরে ঝিরঝিরে বৃষ্টি হয়েই চলেছে গোটা দক্ষিণবঙ্গ জুড়ে। তাতে সর্বনিম্ন তাপমাত্রা দেখতে দেখতে প্রায় একরাতে বেড়ে গেল প্রায় তিন ডিগ্রি সেলসিয়াস। কিন্তু মাঝেমধ্যে দমকা হাওয়ায় ঠান্ডার অনুভূতির জন্য গরম বেশি লাগেনি। তবে আজ আর বৃষ্টির সম্ভাবনা নেই বাংলায়। ফলে পারদ খানিকটা নামবে। কিন্তু এই ঠান্ডার আমেজ থিতু হবে না মোটেই। ফলে বড়দিনের মহানগরে শীতের আমেজ সে ভাবে না থাকার সম্ভাবনাই বেশি বলে জানাচ্ছেন আবহবিদরা।
আজকের আবহাওয়া
সকাল থেকেই ঘন কুয়াশায় আবৃত কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলা। আকাশ আংশিক মেঘলা। তবে আজ বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। আজ রবিবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা ১৭ ডিগ্রি ও সর্বোচ্চ তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকবে। আবহবিদরা জানাচ্ছেন, দিন দুয়েক বাদে আবার কলকাতা–সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা ২-৩ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে। আশা করা যাচ্ছে আগামী ২৪ ঘণ্টায় উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের সব জেলার সর্বনিম্ন তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস কমে যাবে।
উত্তরবঙ্গের আবহাওয়া
আজ অর্থাৎ রবিবার উত্তরবঙ্গের জেলাগুলির মধ্যে দার্জিলিঙের একটি বা দুটি অংশে বৃষ্টিপাত বা তুষারপাত হতে পারে। তবে বাকি সাতটি জেলায় অর্থাৎ জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদা জেলায় বৃষ্টি হবে না। সেখানকার আবহাওয়া শুষ্ক থাকবে।আগামী ২৭ ডিসেম্বর পর্যন্ত এমনই থাকবে আবহাওয়া। পাশাপাশি সকালের দিকে কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদার একটি বা দুটি অংশে ঘন কুয়াশা পড়বে।
দক্ষিণবঙ্গের আবহাওয়া
আজ সপ্তাহের শেষ উইকেন্ডে দক্ষিণবঙ্গের সব জেলার আবহাওয়া শুষ্ক থাকবে। কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া জেলায় বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। আগামী শুক্রবার পর্যন্ত দক্ষিণবঙ্গের কোনও জেলায় বৃষ্টি হবে না। অর্থাৎ বিগত দু’দিনের বৃষ্টির স্পেল কাটিয়ে অবশেষে শুষ্ক থাকবে আবহাওয়া।
আগামীকালের আবহাওয়া
আগামীকাল অর্থাৎ সোমবার, দক্ষিণবঙ্গে প্রতিটি জেলায় শুষ্ক আবহাওয়া বিরাজ করবে। কলকাতা সহ সক্ষিণবঙ্গের একটি বা দুটি অংশে ঘন কুয়াশা পড়বে। অন্যদিকে দক্ষিণবঙ্গের মতোই শুষ্ক থাকবে উত্তরবঙ্গ। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদা জেলার আবহাওয়া শুষ্ক থাকবে। পাশাপাশি দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এবং মালদার একটি বা দুটি অংশে ঘন কুয়াশা পড়তে পারে।