প্রীতি পোদ্দার, কলকাতা: ডিসেম্বরের মাঝামাঝি সময়ে শীতের দাপট দেখা দিলেও ইতিমধ্যেই সেই আমেজ কমতে শুরু করেছে। অর্থাৎ এইমুহুর্তে রাজ্যে জাঁকিয়ে শীত সাময়িক বিরতি নিয়েছে ৷ তার অন্যতম কারণ হল ঘূর্ণাবর্ত এবং পশ্চিমী ঝঞ্ঝা। হাওয়া অফিসের তরফ থেকে জানা গিয়েছে ইতিমধ্যেই তামিলনাডুতে ভারী থেকে অতিভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। সমুদ্রে তৈরি বিপুল পরিমাণে জলীয় বাষ্পের প্রভাবেই উত্তর–পশ্চিমের ঠান্ডা ও শুকনো হাওয়া গাঙ্গেয় পশ্চিমবঙ্গ দিয়ে আর সমুদ্রে ঢুকতে পারছে না। কাচের দেওয়ালের মতো বাধা হয়ে দাঁড়িয়েছে উত্তুরে হাওয়ার। তার প্রভাবেই সামনের কয়েক দিন দক্ষিণবঙ্গের সব জেলার রাতের তাপমাত্রা কয়েক ডিগ্রি বেড়ে যাওয়ার পূর্বাভাস দিয়েছেন আবহবিদরা।
আজকের আবহাওয়া
আজ অর্থাৎ মঙ্গলবার, সপ্তাহের দ্বিতীয় কর্মদিবসে ভোর থেকেই আকাশ কুয়াশাচ্ছন্ন তবে বেলা বাড়তেই রৌদ্রোজ্জ্বল আবহাওয়া দেখা গিয়েছে। বৃষ্টির কোনো সম্ভাবনা নেই আজ। দক্ষিণবঙ্গের কলকাতা ও তৎপ্বার্শবর্তী অঞ্চলে আজ সর্বোচ্চ তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াস থাকবে। এবং সর্বনিম্ন তাপমাত্রা ১৫ ডিগ্রির আশেপাশে থাকবে। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই সকালের দিকে হালকা কুয়াশা থাকতে পারে।
উত্তরবঙ্গের আবহাওয়া
আজ উত্তরবঙ্গে শুষ্ক এবং শীতল আবহাওয়া বিরাজ করবে। তবে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে সপ্তাহের শেষে ৷ শুধুমাত্র দার্জিলিং ও কালিম্পং পার্বত্য এলাকাতেই বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। উত্তরবঙ্গে ঘন কুয়াশার সতর্কবার্তা রয়ছে । আজ ঘন কুয়াশা থাকবে দার্জিলিং, জলপাইগুড়ি, উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদা জেলাতে।
দক্ষিণবঙ্গের আবহাওয়া
সপ্তাহের শেষ দিকে দক্ষিণবঙ্গের কলকাতা সহ নয়টি জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলেও জানিয়েছেন আবহবিদরা। এই জেলাগুলোর মধ্যে রয়েছে হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং পূর্ব বর্ধমান। তবে বড়দিনের আবহে নতুন করে পারদপতন আশা করা হচ্ছে। পাশাপাশি কলকাতা-সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই সকালের দিকে হালকা কুয়াশা থাকতে পারে। ঘন কুয়াশার সতর্কতা থাকবে বেশ কিছু জেলাতে। আজ ঘন কুয়াশা থাকবে পূর্ব-পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদীয়া জেলাতে।
আগামীকালের আবহাওয়া
আগামীকাল অর্থাৎ বুধবার, উত্তর এবং দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতে বাড়বে তাপমাত্রা ৷ হাওয়া অফিসের মতে ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে তাপমাত্রা ৷ আগামীকাল থেকে আংশিক মেঘলা আকাশ দেখা যাবে। এবং শনিবার পর্যন্ত তাপমাত্রার পরিবর্তন না-হওয়ার সম্ভাবনা ৷ শুক্র ও শনিবার বৃষ্টির পূর্বাভাস।