ইন্ডিয়া হুড ডেস্ক: আগেই আলিপুর আবহাওয়া দফতর জানিয়ে দিয়েছিল বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ তৈরি হওয়ার জেরে সারা সপ্তাহ জুড়ে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই কারণে হলুদ সতর্কতা জারি করা হয়েছে বেশ কয়েকটি জেলায়। তবে এবার সেই অতি গভীর নিম্নচাপ বেশ দুর্বল হয়ে যাওয়ায় বঙ্গে পুজোর আগে বারিধারার পরিস্থিতির সৃষ্টি করেছে।
হাওয়া অফিস সূত্রে জানা গিয়েছে, বঙ্গোপসাগরে যে অতি গভীর নিম্নচাপ অবস্থান করছিল, তা ধীরে ধীরে শক্তি হারিয়ে ফেলতে শুরু করেছে। যার ফলে মধ্যরাতের মধ্যে দুর্বল হয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। পরবর্তী ২৪ ঘণ্টায় পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হতে থাকবে ছত্তিশগড়ের দিকে। সেইসঙ্গে একটি মৌসুমী অক্ষরেখাও বিস্তৃত আছে। তার জেরে বৃষ্টি চলবে বঙ্গের বিভিন্ন জেলাগুলিতে।
আজকের আবহাওয়া
সপ্তাহের দ্বিতীয় কর্মদিবসে অর্থাৎ মঙ্গলবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের আকাশ আংশিক মেঘলা থাকবে। সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হবে। ঝোড়ো হাওয়ার সম্ভাবনাও রয়েছে। আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩৩ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৮ ডিগ্রির আশপাশে থাকতে পারে। পাশাপাশি সমুদ্র উত্তাল হওয়ায় মৎস্যজীবীদের আগামী বৃহস্পতিবার পর্যন্ত সমুদ্রে যেতে মানা করা হয়েছে।
উত্তরবঙ্গের আবহাওয়া
উত্তরবঙ্গে আজ চারটি জেলায় অর্থাৎ জলপাইগুড়ি, কোচবিহার, উত্তর দিনাজপুর এবং মালদা জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। কারণ সেখানে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা প্রবল। অন্যদিকে বাকি চারটি জেলায় অর্থাৎ দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার এবং দক্ষিণ দিনাজপুর এ কোনও সতর্কতা জারি করা হয়নি। তবে সেখানেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে।
দক্ষিণবঙ্গের আবহাওয়া
আজ অর্থাৎ মঙ্গলবার দক্ষিণবঙ্গের পশ্চিম মেদিনীপুর এর বেশ কয়েকটি জায়গায় ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা প্রবল। প্রায় ৭০ মিলিমিটার থেকে ১১০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হবে। পাশাপাশি ঝাড়গ্রাম, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান এবং বীরভূমে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। তবে এই পাঁচটি জেলা ছাড়াও বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিহওয়ার সম্ভাবনা রয়েছে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পুরুলিয়া, মুর্শিদাবাদ এবং নদিয়ার বেশ কয়েকটি জেলায়।
আগামীকালের আবহাওয়া
আগামীকাল অর্থাৎ বুধবার, দক্ষিণবঙ্গের ১২ টি জেলার বেশিরভাগ অংশে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। ওই জেলাগুলিতে ভারী বৃষ্টি হবে না। তবে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরের একটি বা দুটি অংশে ভারী বৃষ্টি হবে। তাই ওই তিনটি জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। অন্যদিকে উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে।