প্রীতি পোদ্দার, কলকাতা: বঙ্গে শীতের প্রভাব ধীরে ধীরে বাড়ছে। সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে কুয়াশার দাপট। আর এই আবহেই সাগরে ডানা বাঁধছে আরেক ঘূর্ণিঝড়। শেষ আপডেট অনুযায়ী জানা গিয়েছে, দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, শক্তি বাড়িয়ে অতি গভীর নিম্নচাপে পরিনত হতে চলেছে। এবং মৌসম ভবন জানিয়েছে, দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপ আগামী ২৪ ঘণ্টার মধ্যে ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। যার অভিমুখ শ্রীলঙ্কা ও তামিলনাড়ু উপকূল এর দিকে হবে।
আজকের আবহাওয়া
আজ সপ্তাহের তৃতীয় কর্মদিবসে দক্ষিণবঙ্গ সহ কলকাতার আকাশ পরিষ্কার থাকবে। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলির মতোই কলকাতায় বৃষ্টি হবে না। তিলোত্তমার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৭ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। এবং সর্বনিম্ন তাপমাত্রা ১৭ ডিগ্রির আশপাশে থাকতে পারে।
উত্তরবঙ্গের আবহাওয়া
উত্তরবঙ্গের তিনটি জেলায় অর্থাৎ দার্জিলিং, জলপাইগুড়ি এবং উত্তর দিনাজপুর এর একটি বা দুটি অংশে হালকা থেকে মাঝারি কুয়াশা পড়বে। এবং শুষ্ক ও শীতল পরিবেশ বজায় থাকবে। বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। বেলা বাড়তেই কুয়াশার দাপট কমে যাবে।
দক্ষিণবঙ্গের আবহাওয়া
আজ দক্ষিণবঙ্গের কোনও জেলায় বৃষ্টির কোনো সতর্কতা জারি করা হয়নি। কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া ইত্যাদি জেলায় একদমই বৃষ্টি হবে না। সব জায়গায় আবহাওয়া শুষ্ক থাকবে। হালকা কুয়াশার দাপট দেখা যাবে। তবে সর্বনিম্ন তাপমাত্রার কোনো হেরফের হবে না।
আগামীকালের আবহাওয়া
আগামীকাল অর্থাৎ বৃহস্পতিবার, দক্ষিণবঙ্গের সমস্ত জেলায় ভোর থেকেই কুয়াশার দাপট দেখা যাবে। কোনো বৃষ্টির সম্ভাবনা নেই। আবহাওয়া শুষ্ক ও শীতল থাকবে। অন্যদিকে আগামীকাল উত্তরবঙ্গে দার্জিলিং, উত্তর দিনাজপুর এবং মালদার একটি বা দুটি অংশে সকালের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশা পড়ার সম্ভাবনা আছে। তবে এই সংক্রান্ত কোথাও সতর্কতা জারি করা হয়নি।