ইন্ডিয়া হুড ডেস্ক: হাতে মাত্র আর কয়েকটা দিন। শ্রাবণের বিদায়বেলা আসন্ন। কিন্তু এখনও বর্ষার অঝোরধারায় বৃষ্টি হয়েই চলেছে গোটা বঙ্গ জুড়ে। সঙ্গে বাতাসে জলীয় বাষ্পের দাপটে দিনভর অস্বস্তিকর গরম, ঘর্মাক্ত আবহাওয়া। এদিকে আগামীকাল গোটা দেশ জুড়ে পালিত হবে স্বাধীনতা দিবস। অনেকেই এই ছুটির দিনে ঘুরতে যাওয়ার প্ল্যান করে থাকেন। তাই বেরোনোর আগে কেমন থাকবে আজ এবং আগামীকালের আবহাওয়া তা জানতে আমাদের প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ে নিন।
আজকের আবহাওয়া
আজ সকাল থেকেই মূলত আংশিক মেঘলা আকাশ দেখা যাবে। বজ্রবিদ্যুৎ-সহ দু, এক পশলা হালকা বৃষ্টি হতে পারে। তবে বেলা বাড়ার পাশাপাশি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়াও বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় বৃষ্টি না হলে আর্দ্রতাজনিত অস্বস্তি আরও বাড়বে। আজকে দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৩২ ডিগ্রি সেলসিয়াস। এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াস।
উত্তরবঙ্গের আবহাওয়া
গত বেশ কয়েকদিন উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা তুলনামূলকভাবে কম থাকলেও আজ বুধবার কালিম্পং এবং আলিপুরদুয়ারে ভারী বৃষ্টি হতে পারে। তবে বাকি আর কোনও জেলাতেই সতর্কতা নেই। বিক্ষিপ্ত ভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে বিভিন্ন জেলায়। দার্জিলিং এবং কালিম্পঙের পাহাড়ি এলাকায় ধস নামতে পারে বলে সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। দুই দিনাজপুর এবং মালদায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে
দক্ষিণবঙ্গের আবহাওয়া
আজ অর্থাৎ বুধবার দক্ষিণবঙ্গের বহু জেলায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান এবং বীরভূমের বেশ কিছু অংশে ভারী বৃষ্টি হতে পারে। এই ৬ জেলায় জারি করা হয়েছে সতর্কতা। বাকি দুই মেদিনীপুর, হাওড়া, ঝাড়গ্রাম, পুরুলিয়া, মুর্শিদাবাদ, বাঁকুড়া এবং কলকাতার অধিকাংশ জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে বৃষ্টি হলেও বাতাসে অত্যাধিক জলীয় বাষ্পের কারণে আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে। তবে শুক্রবার থেকে বৃষ্টিপাতের পরিমাণ কমতে পারে বলে পূর্বাভাস হাওয়া অফিসের।
আগামীকালের আবহাওয়া
আগামীকাল অর্থাৎ বৃহস্পতিবার দক্ষিণবঙ্গে হুগলি, দুই বর্ধমান ছাড়াও ভারী বৃষ্টি হতে পারে বীরভূম এবং নদিয়ায়। এ ছাড়া, দক্ষিণের সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে বলে জানানো হয়েছে। তবে কোথাও ভারী বৃষ্টির জেরে সতর্কতা জারি করেনি আলিপুর আবহাওয়া দফতর।