ইন্ডিয়া হুড ডেস্ক: একে মৌসুমি অক্ষরেখার দাপট তার উপর আবার দোসর গভীর নিম্নচাপ। গত রবিবার দক্ষিণ বাংলাদেশ এবং সংলগ্ন এলাকার উপরে যে নিম্নচাপ অবস্থান করছিল, সেটা আজ একই জায়গার উপরে অবস্থান করছে। সেইসঙ্গে যে ঘূর্ণাবর্ত আছে, সেটা আগামী ২৪ ঘণ্টায় উত্তর ও উত্তর-পশ্চিম দিকে এগিয়ে যাবে। পরবর্তী তিন-চারদিনে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড ও সংলগ্ন বিহার এবং উত্তরপ্রদেশ ও সংলগ্ন মধ্যপ্রদেশ বরাবর পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হবে। পাশাপাশি একটি মৌসুমী অক্ষরেখাও বিস্তৃত আছে। যার ফলে চলতি সপ্তাহে বৃষ্টির এই দাপট কম বেশি থাকবেই। আজকের প্রতিবেদনের মাধ্যমে জেনে নিন কেমন থাকবে আজকের আবহাওয়া।
আজকের আবহাওয়া
আজ সকাল থেকেই আকাশ মেঘলা থাকবে কলকাতা সহ দক্ষিণবঙ্গে। সকাল থেকেই অস্বস্তি বাড়বে আপেক্ষিক আর্দ্রতার কারণে। গতকালের মত আজও তাপমাত্রার খুব একটা বদল হবে না। মঙ্গলবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩১ ডিগ্রির কাছে। এছাড়াও এদিন শহরের সর্বনিম্ন তাপমাত্রা ২৬.৫ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ০.১ ডিগ্রি বেশি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বাধিক ৯৭ শতাংশ এবং ন্যূনতম ৮৫ শতাংশ থাকবে।
উত্তরবঙ্গের আবহাওয়া
উত্তরবঙ্গে আজ মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, কোচবিহার এবং জলপাইগুড়ির কয়েকটি জায়গায় ভারী বৃষ্টি হবে। এবং উত্তরবঙ্গের বাকি তিনটি জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। সবমিলিয়ে আটটি জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। তবে আগামী বৃহস্পতিবার মালদা এবং উত্তর দিনাজপুরের একটি বা দুটি জায়গায় ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা প্রবল।
দক্ষিণবঙ্গের আবহাওয়া
আজ দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির আশঙ্কা রয়েছে। এমনকি সতর্কতা জারি করা হয়েছে কলকাতা, হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, দুই বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় বৃষ্টির আশঙ্কা রয়েছে। জানা গিয়েছে, বীরভূম এবং মুর্শিদাবাদের একটি বা দুটি জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে। বৃষ্টির পরিমাণ হয়ত ৭০ মিলিমিটার থেকে ২০০ মিলিমিটার হবে।
আগামীকালের আবহাওয়া
আগামীকাল অর্থাৎ বুধবার, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, পুরুলিয়া, পূর্ব বর্ধমান, নদিয়া, উত্তর ২৪ পরগনা এবং দক্ষিণ ২৪ পরগনার একটি বা দুটি জায়গায় ভারী বৃষ্টি হতে পারে। সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ ঝোড়ো হাওয়ার আশঙ্কা রয়েছে।