প্রীতি পোদ্দার: এইমুহুর্তে বাংলা ক্যালেন্ডার জানান দিচ্ছে যে ইতিমধ্যেই কার্তিক শেষে অগ্রহায়ণের পথে চলছে বঙ্গবাসী। ফলে ধীরে ধীরে যে হেমন্তের শীতল ভাবটা বাড়বে এটাই স্বাভাবিক। তাইতো ঠান্ডা হাওয়ায় ভাব আগের তুলনায় অনেকটাই বেড়েছে। এমনকি দিনের বেলায় রোদের তাপও এখন আর গায়ে লাগছে না। আর ভোর এবং সকলের দিকে কুয়াশায় মুড়ছে গ্রাম থেকে শহরে।তবে চলতি মাসের শেষে তাপমাত্রা আরও নামলেও শীত এখনও আসতে ঢের দেরি। আবহবিদরা বলছেন, বাংলায় শীতকাল ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহের আগে নয়।
আজকের আবহাওয়া
আজ ভোর থেকেই দক্ষিণবঙ্গের সমস্ত এলাকা সহ গ্রামে কুয়াশার দাপট দেখা গিয়েছে। তবে বেলা বাড়তেই ধোঁয়াশার পরিস্থিতি যেতে গিয়েছে। আজ দক্ষিণবঙ্গ সহ কলকাতার আকাশ একদম পরিষ্কার থাকবে। বৃষ্টির কোনও পূর্বাভাস নেই দক্ষিণবঙ্গের কোনো জেলায়। আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩১ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। এবং সর্বনিম্ন তাপমাত্রা ২১ ডিগ্রির আশপাশে থাকতে পারে। কিছুটা পারদ পড়বে ধীরে-ধীরে। উত্তুরে হাওয়া প্রবেশ ঘটতে পারে
উত্তরবঙ্গের আবহাওয়া
উত্তরবঙ্গের জেলাগুলির মধ্যে আজ অর্থাৎ বৃহস্পতিবার শুধুমাত্র দার্জিলিঙে বৃষ্টি হবে। তবে সেখানে ভারী বৃষ্টির কোনও সতর্কতা জারি করা হয়নি। ওই জেলার একটি বা দুটি অংশে হালকা থেকে মাঝারি বৃষ্টি হলেও হতে পারে। তবে বাকি সাতটি জেলায় অর্থাৎ জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদা জেলার আবহাওয়া শুষ্ক থাকবে। ওই সাতটি জেলায় বৃষ্টি হবে না। সকালে এবং ভোরের দিকে কুয়াশা দেখা যাবে। ঠাণ্ডার আমেজ বাড়বে।
দক্ষিণবঙ্গের আবহাওয়া
আজ সপ্তাহের চতুর্থ কর্মদিবসে দক্ষিণবঙ্গের কোনও জেলায় বৃষ্টির কোনো সতর্কতা জারি করা হয়নি। কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া জেলাতে জন্য এলাকাকে বৃষ্টি হবে না। প্রতিটি জেলার আবহাওয়া শুষ্ক থাকবে। শীতল ভাব অনুভূত হবে। উত্তুরে হাওয়ার প্রবেশ ঘটবে।
আগামীকালের আবহাওয়া
আগামীকাল অর্থাৎ শুক্রবার, কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া জেলায় বৃষ্টি হবে না। বরং ধীরে ধীরে শীতের আমেজ বাড়বে। অন্যদিকে উত্তরবঙ্গের সব জেলার অর্থাৎ দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদা জেলার আবহাওয়া শুষ্ক থাকবে।