প্রীতি পোদ্দার, কলকাতা: অবশেষে ল্যান্ডফিল করল ঘূর্ণিঝড় ফেঙ্গল। জানা গিয়েছে, গতকাল রাত সাড়ে দশটা নাগাদ ল্যান্ডফল প্রক্রিয়া শুরু হয় ঘূর্ণিঝড় ফেঙ্গল এর। আজ ভোর পর্যন্ত চলে ল্যান্ডফল। উত্তর তামিলনাড়ু ও পুদুচেরির উপকূলে আছড়ে পড়েছে ঘূর্ণিঝড়। মৌসম ভবন জানিয়েছে, ক্রমশ পশ্চিম ও দক্ষিণ পশ্চিম অভিমুখে অগ্রসর হতে পারে ঘূর্ণিঝড় ফেঙ্গল। তবে আগামী কয়েক ঘণ্টার মধ্যে তা শক্তিক্ষয় করে গভীর নিম্নচাপে পরিণত হতে পারে।
আজকের আবহাওয়া
আজ ছুটির দিনে সকাল থেকেই মেঘলা আকাশ দেখা গিয়েছে। এবং দক্ষিণবঙ্গের কয়েকটি জেলা সহ সকালের দিকে কলকাতার কয়েকটি জায়গায় বৃষ্টি হয়েছে। সারাদিনই আকাশ মূলত মেঘলা থাকবে। আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকবে। আর সর্বনিম্ন তাপমাত্রা ১৯ ডিগ্রির আশপাশে থাকতে পারে।
উত্তরবঙ্গের আবহাওয়া
আজ উত্তরবঙ্গের সব জেলায় অর্থাৎ দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদা জেলার আবহাওয়া শুষ্ক থাকবে। কোনও জেলায় বৃষ্টি হবে না। তবে কুয়াশার সম্ভাবনা থাকবে। ঘন কুয়াশার সম্ভাবনা নেই।
দক্ষিণবঙ্গের আবহাওয়া
আজ অর্থাৎ রবিবার, দক্ষিণবঙ্গের চারটি জেলায় হালকা থেকেমাঝাড়ি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যে সকল জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে, সেগুলি হলো দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম। সেখানকার একটি বা দুটি অংশে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। আরও কয়েকটি জেলায় একদম সকালের দিকে বৃষ্টি হতে পারে। তবে দিনভর কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ার আবহাওয়া শুষ্ক থাকবে।
আগামীকালের আবহাওয়া
আগামীকাল অর্থাৎ সোমবার, দক্ষিণবঙ্গের আবহাওয়া সম্পূর্ণ বদলে যাবে। আবহাওয়া শুষ্ক হয়ে যাবে। আগামী শুক্রবার পর্যন্ত দক্ষিণবঙ্গের কোনও জেলায় অর্থাৎ কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া জেলায় বৃষ্টি হবে না। অন্যদিকে উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদার একটি বা দুটি অংশে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে।