প্রীতি পোদ্দার, কলকাতা: একদমই নেই ঠাণ্ডার আমেজ। ভরা ডিসেম্বরেও সোয়েটার পড়ে ঘাম ছুটছে সকলের। নিম্নচাপের জেরে দক্ষিণবঙ্গে কমল কনকনে ঠান্ডার আমেজ। ঊর্ধ্বমুখী তাপমাত্রার পারদ। যদিও ভোরে ও সন্ধেয় হালকা শীতের আমেজ অনুভূত হয়, কিন্তু বেলায় উধাও হয়ে যায় ঠান্ডা। তার উপর আবার বঙ্গোপসাগরে নিম্নচাপের জেরে উত্তর থেকে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় বৃষ্টির পূর্বাভাস দিল হাওয়া অফিস।
আজকের আবহাওয়া
আজ সকাল থেকে হালকা কুয়াশায় ঢেকেছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলা। জানা গিয়েছে আজ গোটা দিন কলকাতার আবহাওয়া আংশিক মেঘলা থাকবে। একটি বা দুটি অংশে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকবে। আর সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৬ ডিগ্রির আশপাশে।
উত্তরবঙ্গের আবহাওয়া
আজ, উত্তরবঙ্গের সব জেলায় অর্থাৎ দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদা জেলার আবহাওয়া শুষ্ক থাকবে। তবে আগামীকাল অর্থাৎ শনিবার তুষারপাত হতে পারে পাহাড়ে। সেদিন দার্জিলিং এবং কালিম্পঙের একটি বা দুটি বৃষ্টিপাত বা তুষারপাত হতে পারে। বাকি জেলাগুলির আবহাওয়া শুষ্ক থাকবে।
দক্ষিণবঙ্গের আবহাওয়া
আজ অর্থাৎ শুক্রবার, সপ্তাহের শেষ কর্মদিবসে দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম জেলার একটি বা দুটি অংশে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। তবে বাকি সাতটি জেলায় বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। যেই জেলাগুলোতে বৃষ্টির সম্ভাবনা নেই সেগুলি হল পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া জেলার আবহাওয়া শুষ্ক থাকবে। সকালের দিকে হালকা কুয়াশা দেখা যাবে।
আগামীকালের আবহাওয়া
আগামীকাল অর্থাৎ শনিবার, কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পূর্ব বর্ধমান এবং পশ্চিম বর্ধমান জেলার একটি বা দুটি অংশে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। তবে পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ার আবহাওয়া শুষ্ক থাকবে। তবে রবিবার থেকে আবার দক্ষিণবঙ্গের আবহাওয়া পালটে যাবে। অন্যদিকে আগামীকাল দার্জিলিং এবং কালিম্পঙের একটি বা দুটি বৃষ্টিপাত বা তুষারপাত হতে পারে। বাকি জেলাগুলির আবহাওয়া শুষ্ক থাকবে।