প্রীতি পোদ্দার: এইমুহুর্তে রাজ্যে ঘূর্ণিঝড় এর প্রভাব কেটে গিয়েছে। গত শনিবার থেকে মেঘ কাটিয়ে ঝলমলে রোদ উঠছে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলায়। আর এদিকে আজকের রাত পোহালেই কালীপূজো। যার ফলে স্বাভাবিকভাবে প্রশ্ন উঠছে, কালীপুজোয় কি এ রকমই থাকবে আবহাওয়া থাকবে, নাকি বৃষ্টি হবে রাজ্যে? যদিও আলিপুর আবহাওয়া দফতর জানিয়ে দিয়েছে যে, কালীপুজোর দিন হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা-সহ দক্ষিণের কয়েকটি জেলায়। তবে সেই বৃষ্টিতে খুব একটা মাটি হবে না পুজোর আনন্দ। জেলার দু’-এক জায়গাতেই হতে পারে সেই বৃষ্টি। তবে কোথাও সতর্কতা জারি করার মতো পরিস্থিতি তৈরি হয়নি।
আজকের আবহাওয়া
সপ্তাহের তৃতীয় কর্মদিবসে আজ দক্ষিণবঙ্গ সহ কলকাতার আকাশ একদম পরিষ্কার থাকবে। সকাল থেকেই কড়া রোদের দেখা পাওয়া যাবে। নীলাভ আকাশ তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আকাশে আংশিক মেঘের দেখা পাওয়া যাবে। যার ফলে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে কোথাও ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়নি। আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩২ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকতে পারে। এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৫ ডিগ্রির আশপাশে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ কম থাকবে।
উত্তরবঙ্গের আবহাওয়া
উত্তরবঙ্গে আজ আবহাওয়া বেশ শুষ্ক এবং মনোরম থাকবে। তবে আজ উত্তরবঙ্গের পাঁচটি জেলার কয়েকটি অংশে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। যেই জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে সেগুলি হল দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহার। পাশাপাশি উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদা জেলার একটি বা দুটি অংশে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তবে কোনও জেলায় জারি করা হয়নি সতর্কতা।
দক্ষিণবঙ্গের আবহাওয়া
আজ দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনার কথা জানা গিয়েছে। জানা গিয়েছে আজ দক্ষিণবঙ্গের পাঁচটি জেলায় অর্থাৎ উত্তর ২৪ পরগনা, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া জেলার একটি বা দুটি অংশে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। তবে বাকি ১০টি জেলায় অর্থাৎ কলকাতা, হাওড়া, হুগলি, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া এবং পূর্ব বর্ধমান জেলার আবহাওয়া শুষ্ক থাকবে। সেখানে কোনও বৃষ্টির সম্ভাবনা নেই।
আগামীকালের আবহাওয়া
আগামীকাল অর্থাৎ বৃহস্পতিবার, কালীপুজোর দিনে দক্ষিণবঙ্গের কলকাতা, হাওড়া, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুরের একটি বা দুটি অংশে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। তবে বাকি জেলাগুলিতে একদমই বৃষ্টি হবে না। আবহাওয়া শুষ্ক থাকবে সেই সব জেলায়। অন্যদিকে আগামীকাল উত্তরবঙ্গের জেলাগুলির মধ্যে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহারের একটি বা দুটি অংশে হালকা থেকে মাঝারি বৃষ্টি হলেও হতে পারে। তবে সমতলের দিকে অর্থাৎ উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদায় কোনও বৃষ্টি হবে না। ওই তিনটি জেলার আবহাওয়া শুষ্ক থাকবে।