প্রীতি পোদ্দার, কলকাতা: শেষ আপডেট অনুযায়ী ঘূর্ণিঝড় শেষ পর্যন্ত অতি গভীর নিম্নচাপ রূপেই অবস্থান দক্ষিণ বঙ্গোপসাগরে। আপাতত শীতের আমেজে কিছুটা বাধা। বর্তমানে গতিবেগ সর্বোচ্চ ৭৫ কিলোমিটার প্রতি ঘণ্টায় এবং অভিমুখ উত্তর-পশ্চিম দিক। আজকেই তামিলনাড়ু এবং পুদুচেরি উপকূলে আছড়ে পড়বে বলে সতর্কতা জারি করেছে মৌসম ভবন। সেক্ষেত্রে সরাসরি না হলেও পরোক্ষ ভাবে এই ঝড়ের প্রভাব বাংলায় দেখা যাবে।
আজকের আবহাওয়া
আজ অর্থাৎ শনিবার, ছুটির দিনে সকাল থেকেই শহর এবং শহরতলিতে মেঘলা আকাশ দেখা দিয়েছে। কয়েক জায়গায় ইতিমধ্যেই বৃষ্টি শুরু হয়েছে। বইছে হালকা ঝোড়ো হাওয়া। কোথাও আবার বজ্র বিদ্যুৎ এর দাপট দেখা গিয়েছে। এককথায় সপ্তাহের শেষলগ্নে কলকাতার আকাশ মূলত মেঘলা থাকবে। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৭ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। আর সর্বনিম্ন তাপমাত্রা ২১ ডিগ্রির আশপাশে থাকতে পারে। তবে ভারী বৃষ্টির কোনওরকম সতর্কতা জারি করা হয়নি।
উত্তরবঙ্গের আবহাওয়া
আজ উত্তরবঙ্গের সবকটি জেলায় শুষ্ক আবহাওয়া বিরাজ করবে। সকালের দিকে কুয়াশার হালকা চাদর থাকবে দার্জিলিং এবং উত্তর দিনাজপুর জেলাতে। জলপাইগুড়ি ও মালদা জেলাতেও কুয়াশার সম্ভাবনা। আপাতত ঘন কুয়াশার সতর্কবার্তা নেই। তবে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি কুয়াশা সকালের দিকে থাকলেও বেলা বাড়লে পরিষ্কার আকাশের সম্ভাবনা। এবং সেখানে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই।
দক্ষিণবঙ্গের আবহাওয়া
আজ অর্থাৎ শনিবার, দক্ষিণবঙ্গের উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।কলকাতায় বজ্র বিদ্যুৎ এর সম্ভাবনা রয়েছে। তবে সাইক্লোনের প্রভাবে ফের একবার তাপমাত্রা বাড়তে পারে। আগামী কয়েক দিনে উপকূল ও সংলগ্ন জেলাগুলিতে তাপমাত্রা বাড়তে পারে বলে জানানো হয়েছে। তবে বিক্ষিপ্তভাবে প্রায় সব জেলাতেই হালকা থেকে মাঝারি কুয়াশা থাকতে পারে।
আগামীকালের আবহাওয়া
আগামীকাল অর্থাৎ রবিবার, হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনা জেলাতে। আগামী সোমবার পর্যন্ত এই পরিস্থিতি থাকবে বলেই জানানো হয়েছে। উপকূল সংলগ্ন জেলাগুলোতেও মেঘলা আকাশের সম্ভাবনা থাকবে। তবে বাকি জেলাগুলিতে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। অন্যদিকে উত্তরবঙ্গে দার্জিলিং, উত্তর দিনাজপুর, জলপাইগুড়ি ও মালদা জেলাতে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। সেখানে হালকা কুয়াশার দাপট দেখা যাবে।