ইন্ডিয়া হুড ডেস্ক: বেশ কয়েকদিন বিক্ষিপ্ত বৃষ্টির পরে দক্ষিণবঙ্গে অবশেষে স্বস্তির খবর দিল হাওয়া অফিস। ইতিমধ্যে বঙ্গোপসাগরে তৈরি হয়েছে নিম্নচাপ। যার দরুন ক্রমশ বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। আগামীকাল কলকাতাতে রয়েছে বৃষ্টিপাতের সম্ভাবনা। পাশাপাশি একাধিক জেলায় দুর্যোগ হতে পারে।
সূত্রের খবর, গতকাল অর্থাৎ শুক্রবার সকাল সাড়ে ৮টার সময় নিম্নচাপে পরিণত হয়েছে নিম্নচাপ বলয়। ওড়িশা এবং সংলগ্ন অন্ধ্রপ্রদেশের উত্তরাংশের কাছে উত্তর-পশ্চিম এবং পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরের উপর তৈরি হয়েছে এই নিম্নচাপ। হাওয়া অফিস সূত্রে জানা গিয়েছে পুরী থেকে ৭০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে এবং ওড়িশার গোপালপুর থেকে ১৩০ কিলোমিটার পূর্বে রয়েছে সেই নিম্নচাপ। এবং অন্ধ্রপ্রদেশের কলিঙ্গপত্তনমের পূর্ব এবং উত্তর-পূর্ব দিকে রয়েছে নিম্নচাপটি। জানা গিয়েছে, বঙ্গোপসাগরের উপর দিয়ে ক্রমে তা উত্তর-পশ্চিম দিকে এগোচ্ছে।
আজকের আবহাওয়া
আজ অর্থাৎ শনিবার পশ্চিমবঙ্গ উপকূল বরাবর ঘণ্টায় ৩৫-৪৫ কিমি বেগে ঝড় উঠতে পারে। দমকা হাওয়ার বেগ হতে পারে ঘণ্টায় ৫৫ কিমি। সেই পরিস্থিতিতে আগামীকালও মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। পাশাপাশি আকাশ থাকবে আংশিক মেঘলা। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ অপেক্ষাকৃত বেশি থাকবে। বৃষ্টি না হলে আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়বে। এদিন সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩৩ ডিগ্রি সেলসিয়াস। এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৭ ডিগ্রি সেলসিয়াস।
উত্তরবঙ্গের আবহাওয়া
উত্তরবঙ্গের বেশ কিছু জেলাগুলিতে ধীরে ধীরে কমবে বৃষ্টিপাত। বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, উত্তর দিনাজপুরে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে। তবে আজ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার জেলায়। আগামীকালও উত্তরবঙ্গের উপরের পাঁচ জেলাতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা।
দক্ষিণবঙ্গের আবহাওয়া
আজ দক্ষিণবঙ্গের প্রতিটি জেলা অর্থাৎ কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় অধিকাংশ জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। পাশাপাশি হলুদ সতর্কতা জারি করা হয়েছে দক্ষিণ ২৪ পরগনা, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া এবং বাঁকুড়ায়। জানা গিয়েছে পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামের বেশ কয়েকটি অংশে ভারী বৃষ্টি হতে পারে। প্রায় ৭০ মিলিমিটার থেকে ১১০ মিলিমিটার বৃষ্টি হবে।
আগামীকালের আবহাওয়া
আগামীকাল অর্থাৎ রবিবার দক্ষিণবঙ্গের প্রতিটি জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। সেদিন কোনও জেলায় ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করা হয়নি। তবে এই আবহেই উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমানে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে।