প্রীতি পোদ্দার: উৎসব পর্ব কেটে গেলেও এখনই ঘূর্ণাবর্ত, নিম্নচাপ পিছু ছাড়ছে না। বর্ষা বিদায়ের পরেও তাই এখনও বেশ কয়েকটি জেলায় বজ্রবিদ্যুৎ সহ তুমুল বৃষ্টি হয়েই চলেছে। এদিকে আলিপুর আবহাওয়া দফতর আশঙ্কা করছে যে আগামী মঙ্গলবার উত্তর আন্দামান সাগরের উপরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হবে। যেটি কিনা দু’দিন পরে নিম্নচাপে পরিণত হতে পারে। তবে এই ‘সিস্টেম’ ধীরে ধীরে উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হবে। জোট এগোতে থাকবে তত বেশি শক্তিশালী হয়ে উঠবে। এবং আগামী ২৪ অক্টোবর গভীর নিম্নচাপে পরিণত হবে। যদি এই গভীর নিম্নচাপ ঘূর্ণিঝড়ে পরিণত হয় তাহলে পশ্চিমবঙ্গের উপর বড় প্রভাব ফেলবে। তবে আপাতত এই বিষয়ে কোন সতর্কতা জারি করা হয়নি। কিন্তু এই নিম্নচাপের প্রভাবে পশ্চিমবঙ্গের উপকূল এবং উপকূল সংলগ্ন জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আজকের আবহাওয়া
আজ কলকাতা সহ দক্ষিণবঙ্গের আকাশ সকাল থেকেই মেঘমুক্ত এবং পরিষ্কার থাকবে। রৌদ্রোজ্জ্বল আবহাওয়া বিরাজ করবে। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আকাশে আংশিক মেঘলা আকাশ থাকবে। বিকেলের দিকে কয়েকটি জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টি হওয়ার সম্ভাবনা প্রবল। আজকে দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৩২ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকতে পারে। এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৫ ডিগ্রির আশপাশে থাকবে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় অস্বস্তিকর গরমের দাপট বাড়তে পারে।
উত্তরবঙ্গের আবহাওয়া
আজ উত্তরবঙ্গের জেলাগুলির মধ্যে অর্থাৎ দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদা জেলার একটি বা দুটি অংশে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তবে কোনও জেলায় ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই। অন্যদিকে আলিপুরদুয়ার এবং কোচবিহারের বেশ কয়েকটি অংশে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা প্রবল।
দক্ষিণবঙ্গের আবহাওয়া
আজ দক্ষিণবঙ্গের অন্তর্গত কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া জেলায় একটি বা দুটি অংশে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তবে কোনও জেলায় সতর্কতা জারি করা হয়নি। কিন্তু এই জেলাগুলোর মধ্যে দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরের বেশ কয়েকটি অংশে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে।
আগামীকালের আবহাওয়া
আগামীকাল অর্থাৎ রবিবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ কমবে। তবে দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরের একটি বা দুটি অংশে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। এবং বাকি জেলাগুলির আবহাওয়া শুষ্ক থাকবে। অন্যদিকে উত্তরবঙ্গে শুধুমাত্র দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহারের একটি বা দুটি অংশে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। তবে বাকি জেলাগুলিতে বৃষ্টিপাতের কোন সম্ভাবনা নেই, সেখানে শুষ্ক আবহাওয়া বিরাজ করবে।