অপেক্ষার অবসান ঘটতে চলেছে! নভেম্বরের মাঝামাঝিতে শীতের প্রবেশ বঙ্গে, কী বলছে হাওয়া অফিস?

Published on:

weather

প্রীতি পোদ্দার: উৎসবের আমেজ কাটিয়ে এবার বঙ্গে অপেক্ষা শীতের। নভেম্বরের দ্বিতীয় সপ্তাহ পড়ে গেলেও এখনও সেভাবে শীত এর দেখা পাওয়া যায়নি। বরং দিনের বেলায় ভ্যাপসা গরম থাকে। তবে রাতের দিকে শীতশীত ভাব লাগলেও সারাদিন তার লেশ মাত্র পাওয়া যাচ্ছে না। তবে শীত নিয়ে বড় আপডেট দিল হাওয়া অফিস। আশা করা যাচ্ছে নভেম্বরের শেষের দিকে বঙ্গে উত্তুরে হাওয়া প্রবেশ করতে পারে। তখনই শীতের আগমন ঘটতে পারে।

আজকের আবহাওয়া

আজ অর্থাৎ শুক্রবার, সপ্তাহের শেষ কর্মদিবসে মনোরম আবহাওয়া বিরাজ করবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলাগুলিতে। এই সময় আকাশ মূলত পরিষ্কার থাকবে। বৃষ্টির কোনো সতর্কতা জারি করা হয়নি হাওয়া অফিসের তরফ থেকে। তবে সামান্য বাতাসে জলীয় বাষ্প থাকার কারণে ভোর এবং সকালের দিকে হালকা কুয়াশা থাকবে। আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩১ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকতে পারে। আর সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৪ ডিগ্রির আশপাশে।

WhatsApp Community Join Now

উত্তরবঙ্গের আবহাওয়া

আজও উত্তরবঙ্গের আবহাওয়া পুরোপুরি শুষ্ক থাকবে। সেখানকার কোনো জেলাতেই বৃষ্টির সম্ভাবনা নেই। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদা জেলায় আজ রোদ ঝলমলে পরিষ্কার আকাশ দেখা যাবে। তবে এইমুহুর্তে সর্বনিম্ন তাপমাত্রার কোনো হেরফের হবে না। হাওয়া অফিসের তথ্য অনুযায়ী জানা গিয়েছে আগামী সোমবার থেকে উত্তরবঙ্গে বৃষ্টি হলেও হতে পারে।

দক্ষিণবঙ্গের আবহাওয়া

আজ অর্থাৎ শুক্রবার, দক্ষিণবঙ্গের জেলাগুলিতে একেবারেই বৃষ্টির সম্ভাবনা নেই। আবহাওয়া একদমই শুষ্ক থাকবে। কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া জেলাতে কোনো বৃষ্টির সম্ভাবনা জারি করেনি আলিপুর আবহাওয়া দফতর। এই সময় ভোর এবং সকালের দিকে কুয়াশার আভা দেখা যাবে রাজ্যের বিভিন্ন অংশে।

আগামীকালের আবহাওয়া

আগামীকাল অর্থাৎ শনিবারও দক্ষিণবঙ্গের কোনো জেলায় বৃষ্টির সম্ভাবনা নেই। কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া জেলাতে শুষ্ক আবহাওয়া বিরাজ করবে। অন্যদিকে উত্তরবঙ্গের সবকটি জেলাগুলিতেও একই আবহাওয়া বিরাজ করবে। দার্জিলিং এবং কালিম্পঙের একটি বা দুটি অংশে হালকা বৃষ্টির সম্ভাবনা থাকলেও বাকি জেলাগুলিতে শুষ্ক আবহাওয়া বিরাজ করবে।

বাছাই করা গুরুত্বপুর্ন খবর পেতে গ্রুপে যুক্ত হোন