প্রীতি পোদ্দার, কলকাতা: বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড়ের প্রভাব কাটিয়ে ধীরে ধারে নিজের মেজাজে ফিরছে শীত৷ ঘূর্ণিঝড়ের মেঘ সরতেই রাজ্যজুড়ে ফিরেছে ঠান্ডার আমেজ। তাই আশঙ্কা করা যাচ্ছে সপ্তাহান্তেই শুরু হয়ে যাবে শীতের ধুন্ধুমার ব্যাটিং৷ তেমনটাই পূর্বাভাস দিচ্ছে হাওয়া অফিস৷ তবে এখনও সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের ওপরে রয়েছে। আগামী শনিবারের পর থেকে আরো কিছুটা পারদ পতন। ১৫ ডিসেম্বর থেকে জাঁকিয়ে শীতের প্রথম স্পেল।
আজকের আবহাওয়া
আজ ভোর থেকেই হালকা কুয়াশার চাদরে ঢেকেছে গোটা রাজ্য। তবে বেলা বাড়তেই কুয়াশা কেটে যাবে। আজ বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। গতকাল রাতে কলকাতা শহরের তাপমাত্রাও নেমেছে। চলতি সপ্তাহের শেষের দিকে তিলোত্তমায় শীতের অনুভূতি বাড়বে। চলতি মাসের মাঝামাঝি সময় নাগাদ শহর কলকাতা তাপমাত্রা ১৫ ডিগ্রিতে নেমে যেতে পারে বলে মনে করছেন আবহাওয়াবিদরা। আজকে দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৮ ডিগ্রি সেলসিয়াস। এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৮ ডিগ্রি সেলসিয়াস।
উত্তরবঙ্গের আবহাওয়া
উত্তরবঙ্গের জেলাগুলিতে শীতের আমেজ বজায় থাকবে। এদিন আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, আগামী কয়েকদিনে উত্তরবঙ্গের বেশ কিছু জেলায় তাপমাত্রা আরও ২ ডিগ্রি পর্যন্ত কমে যেতে পারে। তবে উত্তরবঙ্গের দুই পার্বত্য জেলা দার্জিলিং এবং কালিম্পঙের কিছু এলাকায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
দক্ষিণবঙ্গের আবহাওয়া
আজ অর্থাৎ বৃহস্পতিবার, সপ্তাহের চতুর্থ কর্মদিবসে, দক্ষিণবঙ্গের সব জেলায় আবহাওয়া শুষ্ক থাকবে। অর্থাৎ কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া জেলায় বৃষ্টির সম্ভাবনা নেই। আগামী সোমবার পর্যন্ত দক্ষিণবঙ্গের কোনও জেলায় বৃষ্টি হবে না। অর্থাৎ পুরোপুরি শুষ্ক দক্ষিণবঙ্গের আবহাওয়া।তবে এখনই শীত কামড় বসাবে না বলেই জানানো হয়েছে। কারণ, মৌসম ভবন বলছে, রাতের তাপমাত্রার গড় স্বাভাবিকের বেশি থাকতে পারে।
আগামীকালের আবহাওয়া
আগামীকাল, শুক্রবার, দক্ষিণবঙ্গের সমস্ত জেলায় হালকা কুয়াশার দাপট দেখা যাবে। তবে সকালের দিকে কুয়াশার প্রভাব বেশি থাকবে পশ্চিম মেদিনাপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূমে। অন্যদিকে আগামীকাল অর্থাৎ বৃহস্পতি এবং শুক্রবার হালকা বৃষ্টি হতে পারে দার্জিলিং ও কালিম্পঙের বেশ কিছু কিছু অংশে। এছাড়াও আগামী কয়েক দিন সকালের দিকে উত্তরবঙ্গের বেশ কিছু জেলায় কুয়াশার দাপট থাকবে। তবে বেলা বাড়লেই সরে যাবে কুয়াশা সেই চাদর। এবং তাপমাত্রা কমে যাবে ২-৩ ডিগ্রি সেলসিয়াস।