প্রীতি পোদ্দার, কলকাতা: কয়েকদিনের শীতের দাপটের পর থেকে ফের বাড়তে শুরু করেছে তাপমাত্রা। পৌষ পড়তে না পড়তেই রাজ্যের পশ্চিমের জেলাগুলোতে বন্ধ হয়েছে শৈত্যপ্রবাহ। তবে চিন্তা নেই। এই পরিবর্তন সাময়িক। কারণ সপ্তাহান্তে হালকা বৃষ্টির সম্ভাবনা থাকলেও আগামী রবিবারের পর থেকে ফের পারদ পতনের পূর্বাভাস দিয়েছে আলিপুর হাওয়া অফিস ৷
আজকের আবহাওয়া
আজ, সপ্তাহের চতুর্থ কর্মদিবসে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই সকালের দিকে হালকা ধোঁয়াশা কুয়াশা থাকতে পারে। ঘনকুয়াশার সতর্কতা রয়েছে বেশ কিছু জেলাতে। পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমান জেলায় ঘন কুয়াশার সতর্কতা। আজ শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৬.৩ ডিগ্রি সেলসিয়াস ৷ যা স্বাভাবিকের চেয়ে ০.২ ডিগ্রি বেশি। সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫.৮ ডিগ্রি সেলসিয়াস ৷ যা স্বাভাবিকের চেয়ে ০.২ ডিগ্রি বেশি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতা ছিল সর্বোচ্চ ৯৫ শতাংশ সর্বনিম্ন ৪১ শতাংশ।
উত্তরবঙ্গের আবহাওয়া
আজ অর্থাৎ বৃহস্পতিবার, উত্তরবঙ্গের একাধিক জেলায় মেঘলা আকাশ দেখা দিয়েছে। তবে বেলা বাড়তেই আকাশ মেঘমুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে, আগামী দুদিন শুক্র এবং শনিবার উত্তরবঙ্গেও হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। সে ক্ষেত্রে উত্তরবঙ্গের দুই পার্বত্য জেলা দার্জিলিং এবং কালিম্পঙে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
দক্ষিণবঙ্গের আবহাওয়া
আজ সকাল থেকেই পরিষ্কার এবং রৌদ্রোজ্জ্বল আবহাওয়া দেখা গিয়েছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। তবে তাপমাত্রার পারদ উর্ধ্বমুখী। আজ অর্থাৎ বৃহস্পতিবার থেকেই কলকাতা শহরের তাপমাত্রা বাড়তে শুরু করবে। আগামী কয়েকদিনের মধ্যে কলকাতা শহরের সর্বনিম্ন তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি পর্যন্ত বেড়ে যেতে পারে বলে অনুমান করছে আবহাওয়াবিদরা।
আগামীকালের আবহাওয়া
আগামীকাল অর্থাৎ শুক্রবার, দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতা, হাওড়া, দক্ষিণ ২৪ পরগনা,উত্তর ২৪ পরগনা, হুগলি, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়ায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে। সেই সঙ্গে কয়েকটি জেলায় থাকতে পারে কুয়াশার দাপট। অন্যদিকে উত্তরবঙ্গেও বেশ কয়েকটি জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামীকাল।