অবশেষে শীতের কামড় রাজ্যে! একধাক্কায় ৩-৪ ডিগ্রি কমল পারদের মান,

Published on:

weather

প্রীতি পোদ্দার, কলকাতা: ডিসেম্বর এর প্রথম সপ্তাহে জাঁকিয়ে শীত না পড়লেও দ্বিতীয় সপ্তাহে বেশ অনুভূত হচ্ছে শীত। কিন্তু জাঁকিয়ে শীতের দেখা নেই। আর এই আবহে ফের নিম্নচাপের ভ্রূকুটি দেখা গেল সাগরে। দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর এবং সংলগ্ন পূর্ব নিরক্ষীয় ভারতীয় মহাসাগরের উপরে যে নিম্নচাপ তৈরি হয়েছে, তা দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরের এবং সংলগ্ন দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরের উপরে একটি সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হয়েছে। আজ সকালের মধ্যে আরও পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হবে। এগিয়ে যাবে। অভিমুখ থাকবে শ্রীলঙ্কা-তামিলনাড়ু উপকূলের দিকে। যার প্রভাবে আগামী সোমবার পর্যন্ত তামিলনাড়ু, পুদুচেরি এবং কড়াইকালের কয়েকটি জায়গায় ভারী বৃষ্টি হবে। তবে বঙ্গে এর কোনো প্রভাব পড়বে না।

আজকের আবহাওয়া

আজ সপ্তাহের তৃতীয় কর্মদিবসে অর্থাৎ বুধবার, কলকাতার আকাশ মূলত পরিষ্কার থাকতে চলেছে। অল্পবিস্তর কুয়াশা পড়তে ভোরবেলা-সকালের দিকে। তবে বেলা বাড়তেই কুয়াশার প্রভাব কেটে যাবে। তবে আজ থেকে পারদ পতন হবে রাজ্যে। কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকবে। এবং সর্বনিম্ন তাপমাত্রা ১৬ ডিগ্রির আশপাশে থাকতে পারে।

WhatsApp Community Join Now

উত্তরবঙ্গের আবহাওয়া

উত্তরবঙ্গের কোনও জেলায় বৃষ্টি হবে না। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদা জেলার আবহাওয়া শুষ্ক থাকবে। আগামী সোমবার পর্যন্ত সমস্ত জেলায় একইরকমভাবে শুষ্ক থাকবে আবহাওয়া। পাশাপাশি আজ সকল থেকে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদার একটি বা দুটি অংশে ঘন কুয়াশা থাকবে।

দক্ষিণবঙ্গের আবহাওয়া

আজ অর্থাৎ বুধবার দক্ষিণবঙ্গের কোনও জেলায় বৃষ্টি হবে না। অর্থাৎ কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া জেলায় আবহাওয়া শুষ্ক থাকবে। আগামী সোমবার পর্যন্ত দক্ষিণবঙ্গের সব জেলার আবহাওয়া শুষ্ক থাকবে। আজ সকাল থেকেই ঘন কুয়াশা পড়বে পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদ জেলার একটি বা দুটি অংশে। সেখানে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। অন্যদিকে পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান এবং নদিয়া জেলার একটি বা দুটি অংশে হালকা থেকে মাঝারি কুয়াশা পড়তে পারে।

আগামীকালের আবহাওয়া

আগামীকাল অর্থাৎ বৃহস্পতিবার, ২-৩ ডিগ্রি পারদ কমবে। ঠাণ্ডার মেজাজ ভালোই অনুভূত হবে। পাশাপাশি সাতটি জেলায় অর্থাৎ পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া জেলার একটি বা দুটি অংশে হালকা থেকে মাঝারি কুয়াশা পড়ার সম্ভাবনা আছে। অন্যদিকে দার্জিলিং, কোচবিহার, উত্তর দিনাজপুর এবং মালদার একটি বা দুটি অংশে ঘন কুয়াশা পড়ার সম্ভাবনা আছে। তাই সেই সকল জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে।

বাছাই করা গুরুত্বপুর্ন খবর পেতে গ্রুপে যুক্ত হোন