অগ্রহায়ণ এর আগমনের মাধ্যমেই বঙ্গে শীতের প্রবেশ! কয়েক ডিগ্রি কমবে তাপমাত্রা

Published on:

weather

প্রীতি পোদ্দার: দেখতে দেখতে কার্তিক মাসের অবসান ঘটল। আজ অগ্রহায়ণ মাস এর প্রথম দিন। আর মাসের শুরুতেই শীতের প্রভাব যেন আরও বেড়ে গিয়েছে। রাজ্যে পারদ পতন হচ্ছে ধীরে ধীরে। উত্তুরে হাওয়া প্রবেশ করতেই একধাক্কায় কয়েক ডিগ্রি তাপমাত্রা নেমেছে। শনি ও রবিবার পেরোলেই নাকি রাজ্যে শীত কড়া নাড়বে। আলিপুর আবহাওয়া অফিস জানিয়েছে, সপ্তাহান্তে হাওয়া বদলাবে। পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা ১৪ ডিগ্রিতে নেমেছে।

আজকের আবহাওয়া

আজ শনিবার, উইকেন্ডে আবহাওয়ার জমজমাট পরিবর্তনে বেশ খুশি বঙ্গবাসী। ভোরে ও রাতে হালকা শীতের আমেজ শুরু হয়ে গিয়েছে। আজও মূলত পরিষ্কার আকাশ থাকবে। তবে সকালের দিকে হালকা কুয়াশা ও ধোঁয়াশা পরিস্থিতি থাকবে। বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। আজকে দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৯ ডিগ্রি সেলসিয়াস। এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৯ ডিগ্রি সেলসিয়াস। পারদ আরও ২-৩ ডিগ্রি কমতে পারে।

WhatsApp Community Join Now

উত্তরবঙ্গের আবহাওয়া

আজ উত্তরবঙ্গের জেলাগুলোতে অর্থাৎ দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদায় বৃষ্টি হবে না। অর্থাৎ উত্তরঙ্গের আটটি জেলার আবহাওয়া একেবারে শুষ্ক থাকবে। তবে উত্তরের কয়েকটি জেলায় হালকা ঝিরঝিরে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গে মালদা এবং উত্তর দিনাজপুরের কোথাও কোথাও বেশ ঘন কুয়াশা থাকবে সকালের দিকে।

দক্ষিণবঙ্গের আবহাওয়া

আলিপুর হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী দেখা গিয়েছে, আজ অর্থাৎ শনিবার কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। আবহাওয়া শুষ্কই থাকবে দক্ষিণবঙ্গের সব জেলায়। দক্ষিণবঙ্গে মাঝারি কুয়শা থাকবে পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায়। ঠাণ্ডার আমেজ বৃদ্ধি পাবে।

আগামীকালের আবহাওয়া

আগামীকাল অর্থাৎ রবিবার, দক্ষিণবঙ্গের সব জেলার আবহাওয়া শুষ্ক থাকবে। কোথাও কোনও বৃষ্টির সম্ভাবনা নেই। এরই মধ্যে আগামী ২ দিনে কলকাতা সহ দক্ষিণঙ্গের জেলাগুলির সর্বনিম্ন তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস নীচে নামতে পারে। অন্যদিকে উত্তরবঙ্গের অধিকাংশ জেলার আবহাওয়াই শুষ্ক থাকবে। শুধুমাত্র দুই পাহাড়ি জেলা দার্জিলিং এবং কালিম্পঙে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টি হতে পারে। এদিকে উত্তরেও জেলাগুলির সর্বনিম্ন তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস নীচে নামতে পারে।

বাছাই করা গুরুত্বপুর্ন খবর পেতে গ্রুপে যুক্ত হোন