প্রীতি পোদ্দার, কলকাতা: দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে নিম্নচাপ এবং ঘূর্ণিঝড়ের কারণে বাংলায় শীতের পথে ‘কাঁটা’ দেখা দিয়েছিল। উত্তুরে হাওয়া বাধা পাচ্ছিল। এর ফলে উল্টে নিম্নচাপের কারণে বঙ্গোপসাগর থেকে ঢুকছিল জলীয় বাষ্প। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা অনেক বেড়ে গিয়েছে। সঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা ছিল। তবে এবার ডিসেম্বরের শুরুতেই পারদপতনের ইঙ্গিত দিল আলিপুর আবহাওয়া দফতর। সপ্তাহান্তে নতুন করে তাপমাত্রা কমতে পারে। শুরু হতে পারে শীতের ‘ইনিংস’।
আজকের আবহাওয়া
আজ অর্থাৎ সোমবার, ভোর থেকেই হালকা থেকে মাঝারি কুয়াশা দেখা গিয়েছে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা সহ কলকাতায়। তবে বেলা বাড়তেই কুয়াশার প্রভাব কেটে যাবে। কলকাতার আবহাওয়া শুষ্ক থাকবে। পরিষ্কার থাকবে আকাশ। আজ দক্ষিণবঙ্গ সহ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকবে। এবং সর্বনিম্ন তাপমাত্রা ১৯ ডিগ্রির আশপাশে থাকতে পারে।
উত্তরবঙ্গের আবহাওয়া
আজ অর্থাৎ সোমবার, উত্তরবঙ্গের কোনও জেলায় বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদা জেলায় শুষ্ক আবহাওয়া বিরাজ করবে। আগামী শনিবার পর্যন্ত উত্তরবঙ্গের সব জেলার আবহাওয়া এমনই শুষ্ক থাকবে। বৃষ্টির কোনও সম্ভাবনা নেই।
দক্ষিণবঙ্গের আবহাওয়া
আজ অর্থাৎ সপ্তাহের প্রথম কর্মদিবসে দক্ষিণবঙ্গের সব জেলার আবহাওয়া শুষ্ক থাকবে। কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ার কোনো এলাকায় বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। অর্থাৎ নিম্নচাপের আর কোনও প্রত্যক্ষ প্রভাব পড়বে না দক্ষিণবঙ্গের উপরে। কুয়াশার হালকা প্রভাব দেখা যাবে এলাকায় এলাকায়। সর্বনিম্ন তাপমাত্রার এখনই কোনো পরিবর্তন হবে না।
আগামীকালের আবহাওয়া
আগামীকাল অর্থাৎ মঙ্গলবার, কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া জেলার আবহাওয়া শুষ্ক থাকবে। অন্যদিকে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদা জেলায় বৃষ্টির কোনো সম্ভাবনা নেই।