প্রীতি পোদ্দার, কলকাতা: হাতে বাকি মাত্র ১ দিন। ২০২৪ কে বিদায় জানিয়ে আগমন হতে চলেছে ২০২৫ এর। কিন্তু এই আনন্দের মাঝেও দেখা মিলছে না শীতের। মাস জুড়ে হালকা শীতেই কাটিয়ে দিল বঙ্গবাসী। কিন্তু শেষেই এবার শীতের সুখ। অবশেষে পারদপতনের পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর। উত্তুরে হাওয়ার দাপটে বছরের শেষে ফের ফিরতে চলেছে চেনা শীতের আমেজ।
আজকের আবহাওয়া
আজ অর্থাৎ সপ্তাহের প্রথম কর্মদিবসে এবং বছরের শেষ সোমবার, সকালের দিকে হালকা কুয়াশা দেখা যাবে। তবে কুয়াশা কাটতেই রোদ ঝলমলে পরিষ্কার আকাশ দেখা যাবে। কোথাও বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। তাপমাত্রার বিশেষ কোনো পরিবর্তন হবে না। আজকে দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৭ ডিগ্রি সেলসিয়াস। এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৮ ডিগ্রি সেলসিয়াস।
উত্তরবঙ্গের আবহাওয়া
উত্তরবঙ্গেও প্রতিটি জেলায় আপাতত শুষ্ক আবহাওয়া থাকবে। কোথাও কোনো বৃষ্টির সম্ভাবনা নেই। তবে দার্জিলিঙের পার্বত্য এলাকায় সামান্য বৃষ্টি কিংবা তুষারপাতের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি মাঝারি কুয়াশার সতর্কতাও জারি করা হয়েছে আগামী বুধবার পর্যন্ত। আগামী দুই দিনে উত্তরবঙ্গের তাপমাত্রা একই থাকবে। এরপর আগামী তিনদিনে উত্তরের জেলাগুলিতে তাপমাত্রা নামতে পারে ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস।
দক্ষিণবঙ্গের আবহাওয়া
আলিপুর আবহাওয়া দফতর এর তরফ থেকে জানা গিয়েছে আজ থেকে আপাতত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে শুকনো আবহাওয়া থাকবে। অর্থাৎ আগামী কয়েক দিনে কোথাও কোনো বৃষ্টির সম্ভাবনা নেই। তবে সকালের দিকে কিছু কিছু জেলায় হালকা থেকে মাঝারি কুয়াশা দেখা যেতে পারে। মুর্শিদাবাদ, বীরভূম, পূর্ব বর্ধমান এবং পশ্চিম বর্ধমানে হালকাকুয়াশার পূর্বাভাস দিয়েছে আলিপুর। তবে ঘন কুয়াশার কোনো সতর্কতা জারি করা হয়নি। জানা গিয়েছে আগামী ২৪ ঘণ্টায় রাতের তাপমাত্রা পরিবর্তন না হলেও তার পর থেকে তাপমাত্রা বেশ খানিকটা কমার সম্ভাবনা রয়েছে।
আগামীকালের আবহাওয়া
আগামীকাল অর্থাৎ মঙ্গলবার, দক্ষিণবঙ্গের কোনো জেলায় বৃষ্টির সম্ভাবনা নেই। কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান এবং নদিয়ায় আবহাওয়া শুষ্ক থাকবে। অন্যদিকে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদায় আবহাওয়া শুষ্ক থাকবে। হালকা থেকে মাঝারি কুয়াশা থাকতে পারে উত্তরের সব জেলায়।