ছুটির দিনেও নেই রেহাই! বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে দক্ষিণবঙ্গে

Published on:

rain thunderstorm kolkata

প্রীতি পোদ্দার: চলতি বছর দুর্গাপুজোতে সে ভাবে বৃষ্টি না হলেও লক্ষ্মীপুজোর বিকেলথেকেই ঝড়বৃষ্টিতে নতুন করে নিম্নচাপের উদ্বেগ তৈরি হয়েছে বাংলায়। কোথাও ঝড় উঠেছে। কোথাও শুরু হয়েছে মুষলধারে বৃষ্টি। পাশাপাশি এই ঝড় বৃষ্টির ফলে তাপমাত্রা পারদ ক্রমাগতই উঠা-নামা করেছে। এই দিন সকাল থেকে রোদের দেখা মিলেছে জেলায়। তবে বৃষ্টি হওয়ার কারণে হালকা ঠান্ডা বহাল রয়েছে। তবে এই আবহেই ঘূর্ণিঝড়ের সম্ভাবনা বাড়ছে বঙ্গে। যার জেরে বেশ কয়েকদিন দুর্যোগপূর্ণ আবহাওয়া বজায় থাকবে।

আজকের আবহাওয়া

আজ সকাল থেকে মেঘমুক্ত পরিষ্কার আকাশ দেখা গেলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আকাশে আংশিক মেঘের দেখা মিলবে। বিকেলের দিকে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে গত ৪৮ ঘণ্টায় ফের আর্দ্রতাজনিত অস্বস্তি বেড়েছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। এখন ৮০ শতাংশের উপরেই রয়েছে আপেক্ষিক আর্দ্রতা। বর্ষা বিদায় নিলেও তাপমাত্রার বড় পরিবর্তন হয়নি। আজকে দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩২ ডিগ্রি সেলসিয়াস। এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৮ সেলসিয়াসের আশেপাশে।

WhatsApp Community Join Now

উত্তরবঙ্গের আবহাওয়া

আজ, ছুটির দিনে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহারের একটি বা দুটি অংশে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। সঙ্গে বজ্রবিদ্যুৎ এর সম্ভাবনাও রয়েছে প্রবল। তবে আগামীকাল এবং মঙ্গলবার দার্জিলিং এবং কালিম্পঙের একটি বা দুটি অংশে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।

দক্ষিণবঙ্গের আবহাওয়া

আজ দক্ষিণবঙ্গের ৭ জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। আর সেই ৭ জেলা হল কলকাতা, হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনা এবং দুই মেদিনীপুর। সেখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। পাশাপাশি হাওয়া অফিস জানিয়েছে, উপকূলবর্তী এলাকায় ৩৫ থেকে ৪৫ কিমি বেগে বাতাস বয়ে যেতে পারে। উত্তাল হতে পারে সমুদ্র। তাই আগামী ৫ দিনের জন্য মৎস্যজীবীদের সমুদ্র নামতে নিষেধ করা হয়েছে। পর্যটকদেরকেও সতর্ক করা হয়েছে।

আগামীকালের আবহাওয়া

আগামীকাল অর্থাৎ সপ্তাহের প্রথম কাজের দিনেই মধ্য আন্দামান সাগরে তৈরি হওয়া ঘূর্ণাবর্তটি পূর্ব-মধ্য বঙ্গোপসাগর এবং সংলগ্ন উত্তর আন্দামান সাগরে উপরে একটি নিম্নচাপ তৈরি করবে। যা উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হবে, পাশাপাশি দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। তার সঙ্গে বজ্র বিদ্যুৎ এর সম্ভাবনাও রয়েছে। অন্যদিকে উত্তরবঙ্গের দার্জিলিং এবং কালিম্পং জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

বাছাই করা গুরুত্বপুর্ন খবর পেতে গ্রুপে যুক্ত হোন