প্রীতি পোদ্দার, কলকাতা: শীতের শুরুতেই শোনা যাচ্ছিল এবার নাকি জাঁকিয়ে শীত পড়বে। কিন্তু প্রথম দিকে জাঁকিয়ে শীত পড়লেও ডিসেম্বর পড়তেই নিম্নচাপ এবং পশ্চিমী ঝঞ্ঝার জেরে কুপোকাত শীত। তার বদলে ফের বৃষ্টির সম্ভাবনার কথা জানাল আবহাওয়া দফতর। তবে দক্ষিণবঙ্গের কিছু কিছু জায়গায় হালকা বৃষ্টি হলেও এখনই ভারী বৃষ্টির পূর্বাভাস নেই বলে জানাচ্ছেন আলিপুর আবহাওয়া দফতরের কর্তারা।
আজকের আবহাওয়া
আজ অর্থাৎ শনিবার, বছরের শেষ উইকেন্ডে সকাল থেকে হালকা কুয়াশার মেজাজ দেখা যাবে। তবে বেলা বাড়তেই কুয়াশা একদমই কেটে যাবে। রোদ ঝলমলে পরিষ্কার আকাশ দেখা যাবে। তবে মাঝেমধ্যে আংশিক মেঘলা আকাশ দেখা যাবে। তবে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। আজকে দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৬ ডিগ্রি সেলসিয়াস। এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৬ ডিগ্রি সেলসিয়াস।
উত্তরবঙ্গের আবহাওয়া
উত্তরবঙ্গে আজ কয়েকটি জেলায় বৃষ্টির সম্ভাবনা কথা আগেই জানিয়েছিল আলিপুর আবহাওয়া দফতর। যেই সকল এলাকাগুলিতে বৃষ্টির সম্ভাবনার কথা জানা গিয়েছে, সেই সকল জেলাগুলি হল দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়ি। আর এই জেলাগুলোর মধ্যে আবার কালিম্পঙে শিলাবৃষ্টির হলুদ সতর্কতা জারি করা হয়েছে। বাকি জেলাগুলিতে অর্থাৎ আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদায় আবহাওয়া শুষ্ক থাকবে। পাশাপাশি হালকা থেকে মাঝারি কুয়াশা থাকতে পারে উত্তরের সব জেলায়।
দক্ষিণবঙ্গের আবহাওয়া
আজ অর্থাৎ শনিবার, দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যে সকল এলাকায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে সেই সকল এলাকাগুলি হল পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদ। তবে এইমুহুর্তে ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা নেই বলেই জানিয়েছে আলিপুর হাওয়া অফিস। তবে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান এবং নদীয়া জেলার আবহাওয়া একদমই শুষ্ক থাকবে। সেখানে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই।
আগামীকালের আবহাওয়া
আগামীকাল অর্থাৎ বছরের শেষ রবিবার, দক্ষিণবঙ্গে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান এবং নদীয়া জেলার আবহাওয়া শুষ্ক থাকবে। তবে পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদে হালকা বৃষ্টির সম্ভাবনা থাকবে। অন্যদিকে উত্তরবঙ্গের ক্ষেত্রে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদায় হালকা বৃষ্টি হতে পারে। সঙ্গে ঘন কুয়াশাও দেখা যাবে।