৬০ কিমি বেগে ঝড়, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি! আজ দক্ষিণবঙ্গের ৬ জেলায় চলবে কালবৈশাখীর তাণ্ডব

Published on:

Weather

ইন্ডিয়া হুড ডেস্ক: গত মাসের ভয়াবহ গরমে যখন হাঁসফাঁস অবস্থা রাজ্যবাসীর, তখন চলতি মাসের প্রথম সপ্তাহের ঘূর্ণাবর্ত এবং কালবৈশাখীর দাপট এক ঝটকায় কমিয়ে দিয়েছিল তাপমাত্রা। কিন্তু আকাশে মেঘ কাটতেই আবারও গরমের দাপট শুরু। বাড়ছে তাপমাত্রার পারদ। রবিবারেও রাজ্যের বিভিন্ন জায়গায় গরম ও আর্দ্রতাজনিত অস্বস্তির পরিস্থিতি ছিল। তবে সোমবার থেকে বদলে যাচ্ছে আবহাওয়া। তৈরি হয়েছে আরেক ঘূর্ণাবর্ত। এমনই আপডেট দিল আলিপুর আবহাওয়া দফতর।

আজকের আবহাওয়া

সকালের দিকে আকাশ সামান্য মেঘলা থাকলেও, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মেঘ কেটে আকাশ পরিষ্কার থাকবে। রোদের তেজ বাড়বে। তবে আগামী ২৪ ঘন্টায় কলকাতা ও আশপাশের এলাকায় আকাশ আংশিক মেঘলা থাকবে। বিকেল কিংবা সন্ধের দিকে বজ্রবিদ্যুত-সহ বৃষ্টির  সম্ভাবনা রয়েছে। হতে পারে কালবৈশাখীর তাণ্ডব। আজকে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৬ ডিগ্রী সেলসিয়াস এর আশেপাশে। এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৮ ডিগ্রী সেলসিয়াস এর আশেপাশে।

WhatsApp Community Join Now

উত্তরবঙ্গের আবহাওয়া

উত্তরবঙ্গের দার্জিলিং-সহ উপরের ৫ জেলাতেই বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি চলবে।  সোমবার ও মঙ্গলবার ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার , কালিম্পং ও কোচবিহারে। তবে মালদা ও দুই দিনাজপুরে দিনের বেশিরভাগ সময় গরম অস্বস্তি থাকবে। বিকেলের পর বজ্রবিদ্যুৎ-সহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে বাকি জেলায়।

দক্ষিণবঙ্গের আবহাওয়া

আজ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে বইবে ঝোড়ো হাওয়া। ঘণ্টায় প্রায় ৪০-৫০ কিমি বেগে বইবে ঝোড়ো হাওয়া। বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা এবং বর্ধমানের বজ্রবিদ্যুৎ-সহ ঘণ্টায় ৫০-৬০ কিলোমিটার বেগে ঝড় উঠবে। দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় জারি করা হয়েছে কমলা সতর্কবার্তা।

আগামীকালের আবহাওয়া

আগামীকাল এবং বুধবার দক্ষিণবঙ্গের সব জেলার বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। সঙ্গে বইবে ঝোড়ো হাওয়া। মঙ্গলবার ঝড়ের গতিবেগ থাকবে ঘণ্টায় ৪০-৫০ কিমি। আর বুধবার ঘণ্টায় ৩০-৪০ কিমি ঝোড়ো হাওয়া বইবে। হাওয়া অফিসের তরফ থেকে সব জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে।

বাছাই করা গুরুত্বপুর্ন খবর পেতে গ্রুপে যুক্ত হোন