ইন্ডিয়া হুড ডেস্ক: গত সপ্তাহে পর পর দিন কয়েক বৃষ্টির পরে রাজ্যের তাপমাত্রা অনেকটাই নেমেছে। ঊর্ধ্বমুখী তাপমাত্রা প্রায় ৩১-৩২ এ গিয়ে ঠেকে। কিন্তু আকাশে মেঘ কাটলেই আবার শুরু হয় গরমের দাপট। তবে গত কয়েক দিনে গরম বাড়লেও তীব্র তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হয়নি সে ভাবে। কিন্তু বাতাসে আর্দ্রতা থাকায় অস্বস্তি বেড়েছে। ফলে দক্ষিণবঙ্গে আবার অসহনীয় পরিস্থিতি শুরু হয়েছে গরমে। তবে খানিক স্বস্তির বার্তা দিল আলিপুর আবহাওয়া দফতর।
আজকের আবহাওয়া
গতকাল কলকাতা এবং উত্তর ২৪ পরগনার কিছু কিছু অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হওয়ায় রাতের তাপমাত্রা খানিক নিয়ন্ত্রণে এসেছিল। তবে আজ সকাল থেকেই আকাশ মেঘমুক্ত থাকবে। এবং তুখোড় রোদের দেখা মিলবে। বিকেলের দিকে মেঘলা আকাশ থাকবে। দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জায়গায় বজ্রবিদ্যুৎ সহ মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজকে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৬ ডিগ্রী সেলসিয়াস। এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৯ ডিগ্রী সেলসিয়াস এর আশেপাশে।
উত্তরবঙ্গের আবহাওয়া
আজ উত্তরবঙ্গের মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে তাপমাত্রা ঊর্ধ্বমুখী হওয়ার পাশাপাশি তাপপ্রবাহের পরিস্থিতি দেখা মিলবে। তবে দার্জিলিং সহ ওপরের দিকের পাঁচ জেলায় হতে পারে বিক্ষিপ্ত বৃষ্টি। আগামীকাল ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে।
দক্ষিণবঙ্গের আবহাওয়া
আলিপুর আবহাওয়া দফতর এর মতে, আজ থেকে দক্ষিণবঙ্গে শুরু হবে বৃষ্টি। কলকাতা, হুগলি, হাওড়া, ঝাড়গ্রাম, পুরুলিয়া বাদে দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হতে পারে পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া ও বীরভূমে। তাই দরকার ছাড়া রাস্তায় বেরোতে মানা করেছে হাওয়া অফিস।
আগামীকালের আবহাওয়া
সোমবার থেকে দক্ষিণের সমস্ত জেলায় বৃষ্টির পাশাপাশি ৪০-৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। বৈশাখ পাড় হয়ে জ্যৈষ্ঠে এসে পড়লেও কালবৈশাখীর দাপট দেখা যাবে। আকাশ মেঘলা থাকবে।