গরমে ছটপট করবে দক্ষিণবঙ্গের এই ৭ টি জেলা, বড় আপডেট দিল আবহাওয়া দপ্তর 

Published on:

south-bengal-weather

সামনেই লোকসভা নির্বাচন। কিন্তু তার আগেই গরমের দাপটে রীতিমতো প্রাণ জেরবার আট থেকে আশির। চৈত্র মাস থেকেই গ্রীষ্মের আগাম বার্তা প্রায় স্পষ্ট ছিল। তখনই তাপমাত্রা ছুঁয়ে ফেলেছিল ৪০ কে। হাঁসফাঁস অবস্থা গোটা দক্ষিণবঙ্গ জুড়ে। ঠিক তেমনই বৈশাখেও একই ভয়ংকর অবস্থা রাজ্যবাসীর। একেতেই এই অস্বস্তি গরম আর তার উপর পাল্লা দিয়ে বৃদ্ধি পাচ্ছে তাপমাত্রা। এই আবহে গত সোমবার রাজ্যের সাত জায়গায় তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসের গণ্ডি ছাড়িয়ে গিয়েছিল। তবে গরমের এই ভয়াবহতা থেকে উত্তরবঙ্গের তাপমাত্রা অবশ্য দক্ষিণের তুলনায় এখনও অনেকটাই মৃদু।

আজকের আবহাওয়া

আবহাওয়া দফতর সূত্রে পাওয়া একটি রিপোর্ট অনুযায়ী জানা গিয়েছে এই মুহূর্তে ওডিশা, পশ্চিমবঙ্গ এবং অন্ধ্রপ্রদেশে আগামী পাঁচদিন দ্বিতীয় দফায় তাপপ্রবাহ চলবে। তবে এখানেই শেষ নয় তাপ প্রবাহের আরও কয়েক দফা এখনও পোহাতে হবে রাজ্যবাসীকে। কারণ এটি সবে নিছকই ট্রেলার। আজও রাজ্যের বেশ কয়েকটি জায়গায় তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসের গণ্ডি ছাড়াতে চলেছে। পানাগড়ে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৪১.৮ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের চেয়ে অনেকটাই বেশি। কলকাতা, সল্টলেক এবং দমদমে দিনের তাপমাত্রাও ৪০ ডিগ্রি সেলসিয়াসের গণ্ডি ছাড়াবে। তবে গরমের দিক থেকে দক্ষিণবঙ্গকে টেক্কা দিচ্ছে পশ্চিম। সেখানকার অবস্থা আরও ভয়াবহ এবং ভয়ংকর। রোদের তীব্র জ্বালানি এবং অস্বস্তি আবহাওয়ায় একবারে প্রাণ হাঁসফাঁস অবস্থা।

WhatsApp Community Join Now

উত্তরবঙ্গের আবহাওয়া

আগত লোকসভা নির্বাচনে প্রথম দফার ভোট আগামী ১৯ এপ্রিল হতে চলেছে উত্তরবঙ্গে। তবে সেখানে আশার আলো এই যে তীব্র দাবদাহের কবলে পড়তে হচ্ছে না সেখানকার বাসিন্দাদের। নিয়মিত সেখানে বৃষ্টি হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর সূত্রে খবর উত্তরবঙ্গের তিন জেলায় অর্থাৎ দার্জিলিং, কালিম্পং এবং আলিপুরদুয়ারে বৃষ্টির দুর্যোগ শুরু হবে। পাশাপাশি বজ্রবিদ্যুৎ সহ বইবে ঝোড়ো হাওয়া। যার গতিবেগ হতে পারে ঘন্টায় ৩০-৪০ কিমি। এছাড়াও দার্জিলিং, কালিম্পং এবং আলিপুরদুয়ার। পাশাপাশি কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহ জেলায় বৃষ্টি হতে পারে।

দক্ষিণবঙ্গের আবহাওয়া

তাপপ্রবাহ থেকে এই মুহূর্তে নিস্তার নেই দক্ষিণবঙ্গের বাসিন্দাদের। আজ পূর্ব মেদিনীপুর সহ দুই ২৪ পরগনায় প্রবল তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে। যদিও আবহাওয়া সূত্রে জানা গিয়েছে গাঙ্গেয় দক্ষিণবঙ্গ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ সর্বোচ্চ তাপমাত্রা ৪১ ডিগ্রির আশেপাশে থাকবে। এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৫ ডিগ্রি। আকাশ মেঘমুক্ত এবং পরিষ্কার থাকবে। তবে দুপুরের দিকে তীব্র গরম বাড়বে। এই সময় যতটা সম্ভব বাড়ির ভেতরে থাকার পরামর্শ দিয়েছে চিকিৎসাবিদরা।

আগামীকালের আবহাওয়া

আগামী বেশ কয়েকদিন এমন তীব্র গরমে নাজেহাল অবস্থা হতে চলেছে রাজ্যবাসীর। গত বছর এই এপ্রিলেই কলকাতার তাপমাত্রা ৪০ ডিগ্রির ঘর পেরিয়েছিল টানা পাঁচ দিন। যা ছিল অন্যতম ‘ক্রুয়েলেস্ট মান্থ’। এদিকে তাপপ্রবাহের পরিস্থিতি নিয়ে জেলাশাসকদের সঙ্গে ভিডিও কনফারেন্সে বৈঠক করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবং পরিস্থিতি মোকাবিলা করতে নবান্নে চালু করা হয়েছে কন্ট্রোল রুম। গরমের হাত থেকে বাঁচতে সকাল ১১ টা থেকে বিকেল ৪ টে পর্যন্ত রোদে না থাকার পরামর্শ দিয়েছে আবহাওয়া দফতর। পর্যাপ্ত পরিমাণে ঘন ঘন ওআরএস অথবা লেবু জল পান করার পরামর্শ দেওয়া হয়েছে।

বাছাই করা গুরুত্বপুর্ন খবর পেতে গ্রুপে যুক্ত হোন