প্রীতি পোদ্দার, কলকাতা: হাতে আর বাকি মাত্র কয়েকটা দিন। ২০২৫ এর আগমন যেন ক্রমশ ঘনিয়ে আসছে। এদিকে শীতের দেখা নেই। তবে চিন্তা নেই। উত্তুরে হাওয়ায় অবশেষে পারদপতনের পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর। তারা জানিয়েছে, বছরের একেবারে শেষ লগ্নে এবং নতুন বছরের শুরুতে হতে পারে শীতের ধামাকদার ‘কামব্যাক’। তাপমাত্রা বেশ খানিকটা কমার সম্ভাবনা রয়েছে।
আজকের আবহাওয়া
আজ সকাল থেকে হালকা কুয়াশায় ঢাকা থাকবে দক্ষিণবঙ্গ সহ কলকাতার একাধিক অংশ। তবে বেলা বাড়তেই কুয়াশার প্রভাব কাটবে। রৌদ্রোজ্জ্বল আবহাওয়া দেখা যাবে। আকাশ সম্পূর্ণ পরিষ্কার থাকবে। শুষ্ক আবহাওয়া থাকবে। কোথাও কোনো বৃষ্টির সম্ভাবনা নেই। আজকে দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৭ ডিগ্রি সেলসিয়াস। এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৭ ডিগ্রি সেলসিয়াস।
উত্তরবঙ্গের আবহাওয়া
উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই আজ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। গতকাল অর্থাৎ শনিবার হালকা বৃষ্টি হয়েছিল দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদহ জেলায়। আজও সকালে বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে। দার্জিলিং এবং কালিম্পং পার্বত্য এলাকায় হালকা বৃষ্টি হবে। অন্যদিকে সকালের দিকে উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা রয়েছে।
দক্ষিণবঙ্গের আবহাওয়া
আজ বছরের শেষ রবিবার সকালের দিকে আকাশে মেঘলা থাকায় বীরভূম এবং মুর্শিদাবাদের হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে। গতকাল অর্থাৎ শনিবার আংশিক মেঘলা আকাশ দেখা গিয়েছিল দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায়। তবে, আগামী পাঁচ দিন দক্ষিণবঙ্গের বাকি জেলায় শুষ্ক আবহাওয়া। দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা রয়েছে। এর মধ্যে পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ জেলায় কুয়াশা বেশি থাকবে বলে জানা গিয়েছে।
আগামীকালের আবহাওয়া
আগামীকাল অর্থাৎ সপ্তাহের প্রথম কর্মদিবসে আবহাওয়ার ধীরে ধীরে আমূল পরিবর্তন হবে। আলিপুর আবহাওয়া দফতরের তরফে বলা হয়েছে, আগামী মঙ্গল এবং বুধবার নাগাদ দক্ষিণবঙ্গ সহ কলকাতায় ১৪ ডিগ্রি বা তার নিচে চলে যেতে পারে তাপমাত্রা। পাশাপাশি পশ্চিমের জেলায় দশ ডিগ্রির নিচে নামবে পারদ। জমিয়ে শীতের পরিস্থিতি তৈরি হতে পারে বছরের শুরুতে।