একধাক্কায় নামতে পারে ২-৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা! শীতের আগমন বার্তা নিয়ে কী বলছে আলিপুর আবহাওয়া দফতর?

Published on:

weather

প্রীতি পোদ্দার: কিছু দিন আগে বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘূর্ণিঝড় ডানার প্রভাবে দক্ষিণবঙ্গে অসময়ে ঝড়-বৃষ্টি হয়েছিল। কিন্তু এইমুহুর্তে ঘূর্ণিঝড়ের প্রভাব কেটে গিয়েছে। অবশেষে বিদায়ও নিয়েছে বর্ষা। তাই আপাতত ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। এ বার শীতের পালা। ইতিমধ্যেই নভেম্বর মাস পড়ে গেলেও, এখনও পর্যন্ত শীতের দেখা নেই রাজ্যে। সেই আবহেই সুখবর শোনাল আবহাওয়া দফতর। জানা গিয়েছে, আগামী সপ্তাহের মাঝামাঝি থেকে দক্ষিণবঙ্গে পারদ পতনের সম্ভাবনা রয়েছে। যার ফলে একধাক্কায় ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে তাপমাত্রা। আগামী কয়েকদিনে দক্ষিণবঙ্গের একাধিক জেলার তাপমাত্রা নামতে পারে ২০ ডিগ্রি সেলসিয়াসে।

আজকের আবহাওয়া

আজ সকাল থেকেই মেঘমুক্ত নীলাভ আকাশ দেখা গিয়েছে। হেমন্তের রোদে গা ভাসিয়েছে গোটা শহর। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ কমেছে অনেকটাই। তাই আজও দক্ষিণবঙ্গ সহ কলকাতার আবহাওয়া শুষ্ক থাকবে। বৃষ্টির কোনো সতর্কতা জারি করা হয়নি। আগের মতো প্যাচপ্যাচে গরম আর নেই। দুপুরের রোদ আর শরীরে তেমন জ্বালা ধরাবে না। আজকে দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩২ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ২৪ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আর্দ্রতার পরিমাণ ৬০ শতাংশ হতে পারে। বিকেলের দিকে তা বেড়ে হতে পারে ৭৮ শতাংশ।

WhatsApp Community Join Now

উত্তরবঙ্গের আবহাওয়া

আজ সপ্তাহের প্রথম দিনে দার্জিলিং, কালিম্পং এবং আলিপুরদুয়ারে হালকা বৃষ্টি হতে পারে। সঙ্গে বজ্রবিদ্যুৎ এর সম্ভাবনা রয়েছ। জলপাইগুড়ি, কোচবিহারেও হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতে আবহাওয়া শুষ্ক থাকবে। সেখানে কোথাও কোনও বৃষ্টির সম্ভাবনা নেই বলে জানা গিয়েছে। মালদহ ও দুই দিনাজপুরে আজ শুষ্ক আবহাওয়া থাকবে।

দক্ষিণবঙ্গের আবহাওয়া

উত্তরবঙ্গের মত দক্ষিণবঙ্গের আকাশে এইমুহুর্তে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া জেলায় একদমই বৃষ্টি হবে না। শুষ্ক থাকবে আবহাওয়া। তবে রাতের দিকে তাপমাত্রা নামতে পারে অনেকটাই।

আগামীকালের আবহাওয়া

আগামীকাল অর্থাৎ মঙ্গলবার, আলিপুর হাওয়া অফিস সূত্রে জানা গিয়েছে, পূবালি হাওয়ার ঝঞ্ঝায় কিছু মেঘ ঢুকতে পারে বঙ্গের আকাশে। যার প্রভাবে দুই ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুরে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে ৷ বৃষ্টি হতে পারে কলকাতাতেও ৷ ঠিক তেমনি উত্তরবঙ্গের কয়েকটি জেলায় হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে ৷ তবে বৃহস্পতিবার থেকে আবহাত্তয়া সাধারণত শুষ্ক থাকবে জেলায় জেলায় ৷

বাছাই করা গুরুত্বপুর্ন খবর পেতে গ্রুপে যুক্ত হোন