ঘন কুয়াশা বজায় থাকলেও ঠাণ্ডার দেখা নেই রাজ্যে! বড়দিনে কেমন থাকবে আবহাওয়া?

Published on:

weather

প্রীতি পোদ্দার, কলকাতা: আর কয়েকদিন পরেই বড়দিন সেলিব্রেশন হবে রাজ্য জুড়ে। তাই বেশ তোড়জোড় শুরু হয়েছে রাজ্য জুড়ে। কিন্তু এত আনন্দের মাঝেও শীত যেন খানিক বিষাদ মাখানো সংবাদ নিয়ে আসছে। ডিসেম্বরের শেষ সপ্তাহে এসেও উধাও কনকনে ঠান্ডা। সম্প্রতি পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হয়েছে। এদিকে উত্তর-পশ্চিম ভারতে সক্রিয় রয়েছে পশ্চিমি ঝঞ্ঝা। এই আবহে এখনই দক্ষিণবঙ্গে ফের পারদ পতন ঘটবে না। আপাতত রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকবে আগামী কয়েক দিন।

আজকের আবহাওয়া

আজ অর্থাৎ সোমবার, সপ্তাহের প্রথম কর্মদিবসে ভোর থেকে কুয়াশাচ্ছন্ন পরিবেশ থাকলেও বেলা বাড়তে ধীরে ধীরে কাটছে কুয়াশার দাপট। আজ কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় শুষ্ক আবহাওয়া থাকবে। কোনো এলাকায় বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। আজকে দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৬ ডিগ্রি সেলসিয়াস। এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৬.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ১.৭ ডিগ্রি বেশি। বৃষ্টির কারণে কিছুটা শীতের অনুভূতি থাকলেও তা দীর্ঘস্থায়ী নয়। তাপমাত্রা আরও বাড়বে। শহরে বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বাধিক ৯৫ শতাংশ এবং ন্যূনতম ৪৩ শতাংশ

WhatsApp Community Join Now

উত্তরবঙ্গের আবহাওয়া

আজ উত্তরবঙ্গের জেলাগুলিতে শুষ্ক আবহাওয়া বিরাজ করবে। কোথাও বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। তবে এর মধ্যে দার্জিলিঙের একটি বা দুটি অংশে বৃষ্টিপাত বা তুষারপাত হতে পারে। তবে বাকি সাতটি জেলায় অর্থাৎ জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদা জেলায় বৃষ্টি হবে না। সেখানকার আবহাওয়া শুষ্ক থাকবে। এবং কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদার একটি বা দুটি অংশে ঘন কুয়াশা পড়বে।

দক্ষিণবঙ্গের আবহাওয়া

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আজও দক্ষিণবঙ্গের প্রতিটি জেলায় শুষ্ক আবহাওয়া বিরাজ করবে। কোথাও কোনো বৃষ্টির সম্ভাবনা নেই। এমনকি আগামী চার দিন দক্ষিণবঙ্গে রাতের তাপমাত্রার হেরফের হবে না। তবে ২৭ ডিসেম্বর থেকে রাতের তাপমাত্রা একটু একটু করে কমতে পারে। কলকাতা-সহ দক্ষিণের সব জেলাতেই আবহাওয়া শুষ্ক থাকবে। বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। তবে ভোগাতে পারে কুয়াশা। আজ পূর্ব এবং পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকতে পারে।

আগামীকালের আবহাওয়া

আগামীকাল অর্থাৎ মঙ্গলবার আজকের মতই দক্ষিণ এবং উত্তরবঙ্গের আবহাওয়া শুষ্ক থাকবে। কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, এবং নদিয়ায় আগামী ২৮ ডিসেম্বর পর্যন্ত আবহাওয়া শুষ্কই থাকবে। কোথাও বৃষ্টির কোনও সম্ভাবনা থাকবে না। একই হাল উত্তরেও।

বাছাই করা গুরুত্বপুর্ন খবর পেতে গ্রুপে যুক্ত হোন