ইন্ডিয়া হুড ডেস্ক: নতুন বছর শুরুর মুখেই এক দারুণ খুশির খবর এনে দিয়েছিল মোদি সরকার। একধাক্কায় কর্মীদের DA বা মহার্ঘ ভাতা অনেকটাই বাড়িয়ে দেওয়া হয়েছিল। যেখানে আগে DA ৪৬ শতাংশ দেওয়া হত, সেখানে এখন ৫০ শতাংশ দেওয়া হয়। অর্থাৎ একেবারে ৪ শতাংশ DA বৃদ্ধি করা হয়েছিল। অন্যদিকে লোকসভা নির্বাচন ২০২৪ এর দিন ঘোষণার পরেই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। সরকারী কর্মীদের জন্য বাড়িয়ে দেওয়া হল DA এর পরিমাণ। প্রায় ৪ শতাংশ DA বাড়িয়ে করে দেওয়া হল ১৪ শতাংশ।
এদিকে সুপ্রিম কোর্টে গত ৮ বছর ধরে রাজ্য সরকারি কর্মীদের পঞ্চম বেতন কমিশন সংক্রান্ত বকেয়া DA আদায়ের দাবির আইনি লড়াই চলে আসছে। তবে সম্প্রতি সেই সংক্রান্ত এক নয়া আপডেট সামনে এল।
বারবার পিছোচ্ছে মামলা!
প্রথমদিকে পঞ্চম বেতন কমিশন সংক্রান্ত বকেয়া DA আদায়ের দাবির মামলা ওঠে হাইকোর্টে। কিন্তু আইনি জটিলতার জল এতদূর গড়ায় যে শেষে মামলা ঠেকে সুপ্রিম কোর্টে। এইমুহুর্তে সুপ্রিম কোর্টে চলছে মামলা। কিন্তু উচ্চ আদালতে বিভিন্ন কারণে বারংবার পিছিয়ে যাচ্ছে সেই মামলার শুনানি। গত ১৮ মার্চ শেষবার সুপ্রিম কোর্টে বকেয়া DA মামলার শুনানি হওয়ার কথা ছিল। কিন্তু সেদিনও শুনানি হয়নি। এই আবহে মামলাটি পিছিয়ে দেওয়া হয়েছিল। যার জেরে হতাশ হয়ে পড়েছেন বাংলার সরকারি কর্মীরা। তবে এবার এল সুখের দিন।
অবশেষে খুশিতে ডগমগ কর্মীরা
সূত্রের খবর আজ অর্থাৎ ১৫ জুলাই অবশেষে প্রায় ১১৯ দিন পর এই মামলার শুনানি হতে চলেছে। জানা গিয়েছে আজ সুপ্রিম কোর্টে এই মামলাটির সিরিয়াল নম্বর উঠেছে ৬০ এ। খানিকটা অন্ধকার আলো কাটিয়ে অবশেষে আনন্দের ছোঁয়া পেতে চলেছে মামলাকারী কর্মীরা। গত ২০২২ সালের যখন এই মামলাটি হাইকোর্টে উঠেছিল তখন বিচারপতি নির্দেশ দিয়েছিল যে তিন মাসের মধ্যে রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া DA মিটিয়ে দিতে হবে। এবং সেই রায়কে চ্যালেঞ্জ করে রিভিউ পিটিশন দাখিল করেছিল রাজ্য। তা খারিজ হয়ে গিয়েছিল।
আরও পড়ুনঃ গরমের ছুটির পর এই প্রথম টানা হলিডে! ঘুরতে যাওয়ার আগে দেখুন পশ্চিমবঙ্গ সরকারের লিস্ট
সেই সময় উল্টোদিকে রাজ্যের বিরুদ্ধে আদালত অবমাননার মামলার দায়ের করেছিল তিনটি রাজ্য সরকারি কর্মচারী সংগঠন। সব মিলিয়ে এবার দেখার বিষয় এই যে আজকের শুনানির মাধ্যমে কতটা নৈতিক জয় কায়েম করতে পারে।