ইন্ডিয়া হুড ডেস্ক: লোকসভা নির্বাচনের মাঝেই গত মাসে কলকাতা হাইকোর্ট OBC শংসাপত্র নিয়ে এক ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়েছে। আদালত ২০১০ সালের পরবর্তী OBC শংসাপত্রগুলি নির্দিষ্ট নিয়ম না মেনে তৈরি হওয়ায় বাতিল করে দিয়েছে। যার জেরে এক ধাক্কায় ৫ লক্ষ OBC শংসাপত্র বাতিল হয়েছে। যদিও কলকাতা হাই কোর্টের এই রায় মানতে নারাজ তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জানা গিয়েছে সেই কারণে রাজ্য সরকার হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে মামলা করার প্রস্তুতি নিচ্ছে।
নিয়োগ প্রক্রিয়া স্থগিত
এদিকে OBC শংসাপত্রগুলি বাতিলের কারণে এবার চাকরিপ্রার্থীদের মাথায় হাত পড়ল। আদালতের রায়ের কারণে আপাতত WBCS-সহ অন্যান্য চাকরির নতুন প্রক্রিয়া থামিয়ে রাখার সিদ্ধান্ত নিল পশ্চিমবঙ্গ সরকার। প্রশাসনিক সূত্রের দাবি, শীর্ষ আদালতে গিয়ে আপাতত প্রাথমিক ভাবে অন্তত স্থগিতাদেশ পাওয়ার চেষ্টা হবে। বাকি প্রক্রিয়া নিয়ে আদালতের নির্দেশের পর সিদ্ধান্ত নেওয়া হবে।
হাইকোর্টের রায়ে মাথায় হাত চাকরিরতদের
বিশেষজ্ঞদের একাংশের মতে আদালতের রায়ে চাকরিরতদের কোনো সমস্যা না হলেও, চাকরিপ্রার্থীরা অবশ্যই অসুবিধায় পড়বেন। কারণ যেকোনো নিয়োগের ক্ষেত্রে শূন্যপদের নিরিখে সাধারণ, তফসিলি জাতি, তফসিলি জনজাতি বা OBC সংরক্ষণ অনুযায়ী পদের সংখ্যা স্থির হয়। যদি সেক্ষেত্রে OBC শংসাপত্র বাতিল হয়ে যায় তাহলে তাদেরকে বাদ দিয়ে রোস্টার তৈরি সম্ভব নয়। তাই আপাতত WBCS-সহ অন্যান্য চাকরির নতুন প্রক্রিয়া থামিয়ে রাখার সিদ্ধান্ত নিল রাজ্য সরকার।
আরও পড়ুনঃ DA অতীত! ভোট মিটতেই কড়া রায় হাইকোর্টের, মাথায় বাজ সরকারি কর্মীদের
এছাড়াও নবান্ন সূত্রে জানা গিয়েছে, সুপ্রিম কোর্টে এখন যেহেতু গ্রীষ্মকালীন ছুটি চলছে তাই কলকাতা হাই কোর্টের রায়ের কারণে কোনো পদক্ষেপ নেওয়া যাচ্ছে না। তাই আদালতের কাজ পুরোপুরি শুরু হলেই রাজ্যের আবেদন জমা পড়বে সেখানে। তবে পাবলিক সার্ভিস কমিশন বা PSC হাইকোর্টের রায় বের হওয়ার আগে থেকেই নিয়োগের প্রক্রিয়া চালাচ্ছিল। সেখানে ইতিমধ্যে যোগ্যদের ডাকা হয়েছে ইন্টারভিউয়ে। তাই সেক্ষেত্রে আদালতের রায় কোনোভাবে বাধাপ্রাপ্ত হবে না বলেই মনে করা হচ্ছে।