উচ্চ মাধ্যমিকে পাস, ফেল নিয়ে নো চিন্তা! নিয়মে বড় বদল আনল শিক্ষা সংসদ, গুটি লাল পড়ুয়াদের

Published on:

WBCHSE

ইন্ডিয়া হুড ডেস্ক: গত মাসেই প্রকাশিত হয়েছিল উচ্চ মাধ্যমিকের ফলাফল। প্রতিটি স্কুলে ইতিমধ্যে একাদশ দ্বাদশ শ্রেণীর ক্লাস শুরু হয়ে গিয়েছে। আর পরের বছর অর্থাৎ ২০২৫ সাল থেকেই শুরু হতে চলেছে একাদশ এবং দ্বাদশ শ্রেণির সেমিস্টার পদ্ধতি। প্রায় ১১ বছর পর বদল আনা হয়েছে উচ্চ মাধ্যমিকের সিলেবাসে। তাই সিলেবাস থেকে শুরু করে পরীক্ষার পদ্ধতি সবটাই পরিবর্তিত হয়েছে। এমনকি পরীক্ষার ফলাফল প্রকাশের ক্ষেত্রেও নানা নিয়ম জারি করা হয়েছে।

চলতি বছর পর্যন্ত উচ্চ মাধ্যমিক পরীক্ষা মূলত ৫ টি বিষয়ে প্রাপ্ত নম্বরের উপর নির্ভর করে ফলাফল নির্ধারণ করা হত। তার মধ্যে একটি ঐচ্ছিক বিষয় থাকত। তাই সব মিলিয়ে মোট বিষয় থাকে ৬ টি। এর মধ্যে বাংলা ও ইংরেজি বিষয় ২ টি বাধ্যতামূলক প্রতিটি বিভাগের ক্ষেত্রে। বাংলা এবং ইংরেজিতে পাস করতেই হয় শিক্ষার্থীকে। অন্যদিকে যদি কোন শিক্ষার্থী বাকি ৩ টি মূল বিষয়ের মধ্যে একটিতে ফেল করে কিন্তু ঐচ্ছিক বিষয়ে পাশ করে, তাহলে ঐচ্ছিক বিষয়টিকে মূল বিষয় হিসেবে বিবেচনা করা হয়। অর্থাৎ ঐচ্ছিক বিষয়ের নম্বর তখন মূল নম্বরে পরিণত হয়, এবং সেই শিক্ষার্থী উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হয়ে যায়।

WhatsApp Community Join Now

উচ্চ মাধ্যমিকে ফলাফল প্রকাশে নয়া সিদ্ধান্ত

এরফলে উচ্চ মাধ্যমিকে পাশ করলেও আরেক সমস্যার মুখোমুখি হতে হয় পরীক্ষার্থীদের। যদি কেউ তাঁর পছন্দের কোনো বিষয়ে ফেল করেন, তাহলে ভবিষ্যতে সেই পছন্দের বিষয় নিয়ে এগোতে পারবে না সে। তবে এবার সেই নিয়মে খানিক পরিবর্তন ঘটতে চলেছে। পরীক্ষার্থীদের এবার দ্বিতীয় সুযোগ দেওয়া হবে।

আরও পড়ুনঃ বাংলার এই সরকারি কর্মীদের লাগল লটারি, মিলবে প্রায় ডবল DA! হয়ে গেল ঘোষণা

শিক্ষা সংসদ সূত্রে জানা গিয়েছে, এখন থেকে যদি কোন শিক্ষার্থী ঐচ্ছিক বিষয়ের নম্বরের মাধ্যমে পাস করতে না চান তাহলে তাঁর ফেল করা বিষয়ে ভালো নম্বর তোলার জন্য দ্বিতীয়বার সুযোগ দেওয়া হবে। অর্থাৎ অনুত্তীর্ণ বিষয়টিতে উত্তীর্ণ হওয়ার জন্য পরের বছর আবারও সেই বিষয়ে পরীক্ষা দেওয়ার সুযোগ পাবে শিক্ষার্থী। তবে তার জন্য পূর্বের মার্কশিটটি জমা দিতে হবে শিক্ষার্থীকে।

বাছাই করা গুরুত্বপুর্ন খবর পেতে গ্রুপে যুক্ত হোন