ইন্ডিয়া হুড ডেস্ক: গত মাসে কলকাতা হাইকোর্টের একটি রায়েই একদিনে চাকরিহারা হয়ে গিয়েছিল ২৫ হাজার মানুষ। বাতিল হয়ে গিয়েছে ২০১৬ সালের গোটা প্যানেল। হকের চাকরি খুইয়ে কপালে চিন্তার ভাঁজ পড়েছিল। তাই নিয়ে শুরু হয়েছিল রাজ্য রাজনীতিতে নানা দ্বন্দ্ব। আর এবার লোকসভা নির্বাচনের মুখেই কলকাতা হাইকোর্ট আরও একবার ঐতিহাসিক রায় দিল। মাথায় বাজ পড়ল সাধারণ মানুষের।
অন্যান্য অনগ্রসর শ্রেণিভুক্তদের সংরক্ষণের সুবিধা প্রদান করার জন্য রাজ্য সরকার বিশেষ শ্রেণীর মানুষদের যে শংসাপত্র দেয়, তাই হল OBC সার্টিফিকেট। এবার সেই OBC সার্টিফিকেটকেই টার্গেট করল কলকাতা হাইকোর্ট। লোকসভা নির্বাচনের মাঝেই ২০১০ সালের পরবর্তী রাজ্যের দেওয়া সব OBC সার্টিফিকেট বাতিল করল হাই কোর্ট। বাতিলের সংখ্যা গিয়ে পৌঁছেছে প্রায় ৫ লাখে। যার জেরে মহা বিপাকে পড়েছে OBC সম্প্রদায়ের মানুষেরা।
কেন বাতিল করা হয়েছে?
আজ অর্থাৎ বুধবার কলকাতা হাইকোর্টের বিচারপতি তপোব্রত চক্রবর্তী এবং বিচারপতি রাজাশেখর মান্থা এই রায় ঘোষণা করেন। এদিন তাঁদের বেঞ্চ জানিয়েছে ‘২০১০ সালের পরে যে সমস্ত OBC সার্টিফিকেট তৈরি করা হয়েছে, তা যথাযথ ভাবে আইন মেনে বানানো হয়নি। তাই ওই শংসাপত্র বাতিল করতে হবে।’ তবে এই নির্দেশনার মাঝে এক স্বস্তির খবর জানিয়েছে আদালত। যাঁরা এই সার্টিফিকেট ব্যবহার করে ইতিমধ্যেই চাকরি পেয়ে গিয়েছেন বা চাকরি পাওয়ার প্রক্রিয়ায় রয়েছেন, তাঁদের ক্ষেত্রে এই নির্দেশ কোনও প্রভাব ফেলবে না। শুধুমাত্র বাকিরা আর চাকরি প্রক্রিয়ায় ওই শংসাপত্র ব্যবহার করতে পারবেন না।
পরবর্তী কার্ড কীভাবে নির্ধারণ করা হবে?
কলকাতা হাই কোর্টের বিচারপতি তপোব্রত চক্রবর্তী এবং বিচারপতি রাজাশেখর মান্থার বেঞ্চ জানিয়েছেন, ‘এর পরে কারা OBC হবেন তা রাজ্যের আইনসভা অর্থাৎ বিধানসভাকে ঠিক করতে হবে। WBCBC অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল ব্যাকওয়ার্ড ক্লাস ওয়েলফেয়ার কমিশনকে OBC-দের তালিকা নির্ধারণ করতে হবে। সেই তালিকা রাজ্যের আইনসভা বা বিধানসভাকে পাঠাতে হবে। যাঁদের নাম বিধানসভা অনুমোদন দেবে পরবর্তী কালে তাঁরাই OBC বলে গণ্য হবেন।’
আরও পড়ুনঃ বাংলায় মিড ডে মিল নিয়ে ফের ভয়ঙ্কর দুর্নীতির গন্ধ! কোটি কোটি টাকা নয়ছয়, উঠে আসছে বড় নাম
প্রসঙ্গত, ২০১২ সালে তৃণমূল সরকারের বিরুদ্ধে একটি মামলা হয়। সেখানে মামলাকারীদের তরফে আদালতে হাজির ছিলেন আইনজীবী সুদীপ্ত দাশগুপ্ত এবং বিক্রম বন্দ্যোপাধ্যায়। তাঁদের অভিযোগ, ২০১০ সালে একটি অন্তর্বর্তী রিপোর্টের ভিত্তিতে পশ্চিমবঙ্গে ‘অন্যান্য অনগ্রসর শ্রেণি’ তৈরি করেছিল বামফ্রন্ট সরকার। ওই শ্রেণির নাম দেওয়া হয় ‘OBC-A’। কিন্তু ২০১১ সালে তৃণমূল যখন ক্ষমতায় আসে তখন ওই শ্রেণি সংক্রান্ত চূড়ান্ত রিপোর্ট ছাড়াই একটি তালিকা তৈরি করে এবং আইন প্রণয়ন করে। যা অবৈধ। আর আজ প্রায় ১২ বছর পর হাইকোর্টের এই মামলার রায় দিল।