ইন্ডিয়া হুড ডেস্ক: রাত পোহালেই আগামীকাল ষষ্ঠ দফার ভোট পর্ব। চারিদিকে ভোট প্রার্থীদের মনে রয়েছে চাপা উত্তেজনা। গত বেশ কয়েকদিন এলাকায় এলাকায় ভোট প্রচার এবং জনসভা করেছে তাবড় তাবড় নেতা মন্ত্রীরা। সাধারণ মানুষের দ্বারে দ্বারে ভোট ভিক্ষা চাইতেও কেউ কুন্ঠা বোধ করেননি। এদিকে আগামীকাল ষষ্ঠ দফার ভোট পর্বের তালিকাতে রয়েছে সেই তালিকায় রয়েছে পশ্চিম মেদিনীপুরের ঘাটাল লোকসভা। কিন্তু তার আগেই সেখানে ঘটে গেল ধুন্ধুমার পরিস্থিতি।
ভোটের মাঝেই বড় বিপদ দেবের!
বেশ কয়েকদিন ধরে পশ্চিম মেদিনীপুরের ঘাটাল লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী দেবকে নিয়ে দুর্নীতির নানা অভিযোগ উঠে আসছে। বারংবার বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায় এবং শুভেন্দু অধিকারী সোশ্যাল মিডিয়ায় টার্গেট করে চলেছেন তাঁকে। এর আগে দেবের প্রতিনিধি রামপদ মান্নার বিরুদ্ধে চাকরি দেওয়ার নামে টাকা তোলার অভিযোগ নিয়ে কলকাতা হাই কোর্টে মামলাও হয়। কিন্তু পরে টাকা পেয়ে গিয়েছেন বলে দাবি করেছিলেন সেই অভিযোগকারী। কিন্তু এবার ভোটের ৪৮ ঘণ্টা আগে ফের একই অভিযোগে আবার মামলা হল উচ্চ আদালতে। তবে এ বার শুধু দেবের প্রতিনিধি নন, স্বয়ং দেবের বিরুদ্ধেও মামলা হয়েছে।
দুর্নীতির মামলা দেবের নামে
সূত্রের খবর, বাপ্পাদিত্য ঘোষ নামে এক ব্যক্তি মামলাটি দায়ের করেছেন। সম্প্রতি ঘাটালের বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায় এক্স হ্যান্ডলে দেবের গলার স্বরের একটি অডিও ক্লিপ পোস্ট করেছিলেন। আর ওই অডিওর কথা উল্লেখ করেই মামলা করেছেন মামলাকারী। তাঁর হয়ে সওয়াল করেছেন আইনজীবী ফিরদৌস শামিম। মামলাকারীর দাবি, ‘দেব ও তাঁর প্রতিনিধির বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে, CBI তার তদন্ত করুক।’
এই ঘটনায় CBI তদন্তেরও দাবি জানিয়েছিলেন হিরণ। সোশ্যাল মিডিয়ায় হিরণ তাঁর এক্স হ্যান্ডেলে যেই অডিও ক্লিপ পোস্ট করেছিলেন, তার ভিত্তিতে তিনি বলেন, ‘চাকরি দুর্নীতিকাণ্ডের এটা একটা বড়সড় চক্র। যার মাথায় রয়েছেন ঘাটালের বিদায়ী সাংসদ দেব। তাঁর সহযোগী হিসেবে রয়েছেন তাঁরই প্রতিনিধি রামপদ মান্না। তাই হাই কোর্টের দ্বারস্থ হব CBI তদন্তের দাবিতে।’