ইন্ডিয়া হুড ডেস্ক: একাধিক দুর্নীতির মামলায় জর্জরিত পশ্চিমবঙ্গ সরকার। কয়লাপাচার কাণ্ড থেকে শুরু করে গোরুপাচার কাণ্ড, এমনকি শিক্ষক নিয়োগ নিয়েও উঠে আসছে দুর্নীতির গন্ধ। বাদ যায়নি রেশন ব্যবস্থাও। যার দরুন ইতিমধ্যেই জেলবন্দি রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। তবে সম্প্রতি রেশন ব্যবস্থা নিয়ে এক উল্লেখযোগ্য তথ্য তুলে ধরেছে ED।
গতকাল ED আদালতে ধৃত বাকিবুর রহমান, শঙ্কর আঢ্যদের জামিন আবেদন মামলার শুনানি ছিল। আর সেখানেই চাঞ্চল্যকর দাবি করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ED। আদালতে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট জানায়, তদন্তে একের পর এক বিস্ফোরক তথ্য সামনে এসেছে। জানা গিয়েছে, ধৃত ব্যবসায়ী বাকিবুরের এনপিজি রাইস মিলের মাধ্যমে প্রায় ১ হাজার কোটি টাকার দুর্নীতি হয়েছে বলে এদিন আদালতে জানায় তদন্তকারী সংস্থা। বাকি ৯ হাজার কোটি টাকা কীভাবে কোথায় গেল তা এখনও খতিয়ে দেখা হচ্ছে বলে এদিন জানায় ED।
রেশন দুর্নীতি নিয়ে চাঞ্চল্যকর তথ্য
এর আগে রেশন দুর্নীতি মামলায় নাম জড়িয়েছিল সন্দেশখালির শেখ শাহজাহানের। রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের সহায়তাতেই এতটা বাড়াবাড়ি তৈরি হয়েছিল এই দুর্নীতি মামলায়। এদিন তদন্তকারী সংস্থার দাবি, জেলাজুড়ে একাধিক রাইস এবং আটা মিল রয়েছে। আর সেই সমস্ত মিলের অন্দরেই বিপুল পরিমাণ দুর্নীতির টাকা এদিন-ওদিক করা হচ্ছে বলে এমনটাই জন্য গিয়েছে। তবে এসবের পিছনে কে বা কারা জড়িত এবং এদের মূল মাথা কে, সবটাই শীঘ্রই তুলে ধরতে চলেছে ED।
আরও পড়ুনঃ আরও কমবে তাপমাত্রা, দক্ষিণবঙ্গে বর্ষার বৃষ্টি কবে? সুখবর দিল আবহাওয়া দফতর
প্রসঙ্গত, গত বুধবার অর্থাৎ ১৯ জুন, রেশন দুর্নীতি কাণ্ডে অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তকে দ্বিতীয়বার তলব করেছিল। নোটিশ অনুযায়ী সকাল ১১ টায় CGO কমপ্লেক্সে হাজিরা দেয় অভিনেত্রী। সেখানে প্রায় ৫ ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর অনেক গুরুত্বপূর্ণ নথি বা তথ্য উদ্ধার হয়েছিল তাঁর কাছ থেকে। এমনকি এর আগে বাকিবুর রহমানকে গ্রেফতার করে বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য হাতে উঠে এসেছে।