‘ক্ষমতা থাকলে আজই মমতা সরকারকে কান ধরে টেনে নামাতাম….’ বিস্ফোরক মন্তব্য প্রাক্তন বিচারপতি তথা বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায় এর। স্কুল সার্ভিস কমিশনের দুর্নীতি মামলায় কলকাতা হাইকোর্টের ঐতিহাসিক রায়ের পরে এমনই আক্রমণাত্মক মন্তব্য তাঁর। পাশাপাশি অবিলম্বে রাজ্যে রাষ্ট্রপতি শাসন কার্যকর করার পক্ষে সওয়াল করেন BJP প্রার্থী। স্কুল সার্ভিস কমিশনের দুর্নীতি মামলায় জোরদার ধাক্কা খেয়েছে রাজ্য সরকার। বাতিল করা হয়েছে প্রায় ২৫,৭৫৩ জনের চাকরি। তবে শুধুমাত্র মানবিক কারণে ক্যানসারে আক্রান্ত সোমা দাসের চাকরি বাতিল করেনি হাইকোর্টের ডিভিশন বেঞ্চ।
চারিদিকে আজ খুশির আমেজ। চাকরিপ্রার্থীদের মনে আজ আনন্দের জনজোয়ার। দীর্ঘ বছরের লড়াইয়ে খানিক শান্তির প্রলেপ লেপে দিল কলকাতা হাইকোর্টের এই ঐতিহাসিক রায়। আর এই রায়ে চাকরিপ্রার্থীদের পাশাপাশি সমান ভাবে খুশি কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। যিনি বর্তমানে চলতি বছরের তমলুকের বিজেপি প্রার্থী। কিন্তু তাঁর এই আনন্দের মাঝেই তিনি টাকা নিয়ে চাকরি দেওয়া মন্ত্রীদের পাশাপাশি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র কটাক্ষ করে বসলেন।
চাকরিপ্রার্থীদের ঐতিহাসিক জয়!
সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান আমি অত্যন্ত আনন্দিত। তবে আজ আনন্দ প্রকাশের দিন নয়। কারণ এই জোচ্চরদের অধীনে আমরা আর থাকতে চাই না। না, কোনও স্বস্তির বিষয় নেই। আমি যখন বিচারপতি হিসেবে কাজ করেছি বা আজ যখন সাধারণ নাগরিক হিসেবে কাজ করি, তখন সবসময় মাথায় রাখতে হয় যে আদালতের আদেশ মেনে নিতে হবে। এর মধ্যে কোনও ব্যক্তিগত বিষয় ছিল না যে আমার স্বস্তি হবে, আমার অস্বস্তি হবে।’
মুখ্যমন্ত্রী প্রসঙ্গে প্রাক্তন বিচারমন্ত্রী অভিজিৎ গঙ্গোপাধ্যায়
এছাড়াও তিনি মুখ্যমন্ত্রী প্রসঙ্গে জানান, ‘আজ আমার অত্যন্ত খারাপ লাগছে যে এরকম একজন জোচ্চর মুখ্যমন্ত্রীর শাসনের পাল্লায় আমি আছি। এই মুখ্যমন্ত্রীকে এখনই পদত্যাগ করতে হবে। আমি এই জোচ্চর, মিথ্যাচারী মুখ্যমন্ত্রীর ইস্তফা চাই। যিনি জোচ্চুরিকে প্রশ্রয় দেন। তাঁর তত্ত্বাবধানে শিক্ষামন্ত্রী দালালি করেছিলেন, তিনি এখন জেলে। তাঁর যদি বিন্দুমাত্র লজ্জাবোধ বলে কিছু থাকে, এখনই তাঁর পদত্যাগ করা উচিত এবং এখন থেকে রাষ্ট্রপতি শাসন জারি করে দেওয়া উচিত।’