ইন্ডিয়া হুড ডেস্ক: SSC প্রসঙ্গে আরও একবার খবরের শিরোনামে প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়! জনসমক্ষে রাজ্য সরকারকে এক হাতে তুলোধোনা করে ছাড়লেন তিনি। গতকাল সুপ্রিম কোর্টে SSC মামলার শুনানি হয়েছিল। আর সেই শুনানিতেই একাধিকবার উঠে আসে কলকাতা হাই কোর্টের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নাম। এবার সেই প্রসঙ্গেই মুখ খুললেন তিনি।
SSC মামলার প্রসঙ্গ উঠতেই সবার আগে যাঁর নাম মাথায় আসে, তিনি হলেন কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। বিচারপতির পদ ত্যাগ করে এইমুহুর্তে তিনি একজন বিজেপি প্রার্থী। ২০২৪ সালের লোকসভা নির্বাচনে তমলুকের প্রার্থী হয়ে লড়ছেন তৃণমূল প্রার্থী দেবাংশু ভট্টাচার্য এর বিপক্ষে। গতকাল এক জনসভায় গিয়েছিলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সেখানে গিয়ে জনসমক্ষে রাজ্য সরকারকে নিয়ে নানা মন্তব্য করেছিলেন। গতকাল শীর্ষ আদালতে প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চে SSC মামলার শুনানি চলাকালীন বেশ কয়েকবার অভিজিৎ এর নাম উঠে আসে। সুপার নিউমেরারিতে CBI তদন্তের নির্দেশের বিরোধিতা করার সময় রাজ্যের তরফ থেকে বলা হয় কলকাতা হাই কোর্টের প্রাক্তন বিচারপতি এই নির্দেশ দিয়েছিলেন।
চাকরিহারা আইনজীবীদের টার্গেট প্রাক্তন বিচারপতি!
এমনকি চাকরিহারাদের আইনজীবীর কথাতেও উঠে আসে প্রাক্তন বিচারপতির প্রসঙ্গ। তাঁর বিরুদ্ধে কড়া পদক্ষেপেরও দাবি জানানো হয় শীর্ষ আদালতের কাছে। ঠিক সেই সময়ই আইনজীবীকে থামিয়ে দেয় সুপ্রিম কোর্ট। এবং ক্ষুব্ধ কন্ঠে জানায়, ‘আমরা মনে হয় মূল বিষয় থেকে সরে আসছি’। এখানে আমরা প্রাক্তন বিচারপতির স্ক্রুটিনি করতে বসিনি।‘
শীর্ষ আদালতের রায় প্রসঙ্গে অভিজিৎ
আর শীর্ষ আদালতের সেই মন্তব্যই হয়ে উঠল অভিজিৎ গঙ্গোপাধ্যায় এর হাতিয়ার। এদিন সেই জনসভায় তিনি জানান, ‘আজ সুপ্রিম কোর্টে তৃণমূল কংগ্রেস দুই গালে দুই থাবড়া খেয়েছে। শীর্ষ আদালতে তারা কোনও প্রশ্নের কোনও উত্তর দিতে পারেনি।’ এছাড়াও তিনি বলেন, ‘তারা আমার নাম করে বলতে গিয়েছিল… জাস্টিস গঙ্গোপাধ্যায় বলে একজন ছিলেন, তিনি এখন বিজেপিতে যোগ দিয়েছেন। তাদের মুখের উপর সপাটে প্রধান বিচারপতি বলে দিয়েছেন, কাদা ছোড়াছুড়ির জায়গা এটা নয়। এখানে কাদা ছুড়বেন না। এতে তারা (তৃণমূল) খুব দুঃখিত হয়েছে। আমার নামে কথা বলা গেল না। এই চোরগুলিকে ধরা আমিই শুরু করেছিলাম।’