ইন্ডিয়া হুড ডেস্ক: রাজ্য বাজেটের সময় সরকারি কর্মীদের ৪ শতাংশ হারে DA বৃদ্ধির ঘোষণা করা হয়েছিল পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে। মে মাস থেকে সেই বর্ধিত DA কার্যকর হওয়ার কথা ছিল। কিন্তু সরকারি কর্মীদের মুখে হাসি ফোটানোর জন্য মেদিনীপুরের এগরার নির্বাচনী জনসভা থেকে বড় ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যার ফলে রাজ্য সরকারি কর্মীরা ষষ্ঠ বেতন কমিশনের সুপারিশ অনুযায়ী বাড়তি DA পেতে চলেছেন।
এগরার জনসভায় মমতা
সূত্রের খবর, বেশ কয়েকদিন আগে মেদিনীপুরের এগরায় এক জনসভা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে DA প্রসঙ্গে বলেন, ‘আমরা বলেছিলাম, বাজেটে বলা আছে, ১ মে থেকে ৪ শতাংশ DA, পে কমিশনের টাকাটা দেওয়া হবে। ১ মে মানে আসলে টাকাটা আপনারা হাতে পাবেন ১ জুন। অঙ্ক তাই বলে। কিন্তু আমি তো আপনাদের দিদি হই। আমি আলোচনা করে ঠিক করেছি, আমরা ১ মে থেকে টাকাটা দেব না। ১ মে এর বদলে এটা ১ এপ্রিল থেকে কার্যকর হবে।’ এবার সেই কথা অনুযায়ী রাজ্য সরকারী কর্মীদের অ্যাকাউন্টে ঢুকল টাকা।
অবশেষে সরকারী কর্মীদের মুখে হাসি ফুটল
জানা গিয়েছে, গতকাল বৃহস্পতিবার সাত সকালেই DA-সহ মে মাসের বেতন অ্যাকাউন্টে ঢুকল রাজ্য সরকারি কর্মীদের। এদিন অফিস পৌঁছনোর আগেই বেতন ঢোকার মেসেজ পেয়ে খুব খুশি সরকারি কর্মীদের একটা অংশ। তবে এই খুশির মাঝেও অনেকেই আবার কেন্দ্র-রাজ্য DA-র ফারাক তুলে ধরে অসন্তোষের কথা জানিয়েছেন। তবে শুধু যে DA বৃদ্ধি হয়েছে তা নয়। কর্মীদের বেতন সংক্রান্ত নিয়ম অনুযায়ী, প্রতি বছর জুলাই মাসে ইনক্রিমেন্ট হচ্ছে সরকারি কর্মীদের। যাঁর যা বেসিক তার ৩% বেতন বাড়ছে। ফলে আগামী মাসেও আরও কিছুটা টাকা বাড়বে বলে আশা করা হচ্ছে।
আরও পড়ুনঃ চলতি ট্রেনে চেঞ্জ করুন সিট, এই অ্যাপে তাৎক্ষনিক মিলবে সাহায্য! জানাল রেল
নবান্ন সূত্রের খবর, মোটের উপর সব ধরনের চাকুরিজীবীর ক্ষেত্রেই গড়ে প্রায় ৮০০ টাকার মতো বেড়েছে। এদিকে গত ২৪ মে ইউনিটি ফোরামের পক্ষ থেকে ষষ্ঠ বেতন কমিশনের রিপোর্ট প্রকাশের আদালত অবমাননার যে মামলাটি করা হয়েছিল তা গ্রহণ করেন হাই কোর্টের বিচারপতি সব্যসাচী ভট্টাচার্য। যেহেতু গ্রীষ্মকালীন অবকাশের দরুণ আদালত বন্ধ তাই আদালত খুললে আগামী ১৪ জুন এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হবে।