সমস্যার ইতি, DA পর আরেকটি বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের! নয়া বিজ্ঞপ্তি জারি নবান্নর

Published on:

Govt Employees

ইন্ডিয়া হুড ডেস্ক: রাজ্যে লোকসভা নির্বাচনের পর একাধিক নিয়মের পরিবর্তন করেছে পশ্চিমবঙ্গ সরকার। সরকারী কর্মীদের মহার্ঘ ভাতা বৃদ্ধি থেকে শুরু করে বেতন বৃদ্ধি সহ একাধিক কর্মকাণ্ডে হস্তক্ষেপ করেছে রাজ্য সরকার। এই আবহেই সম্প্রতি সরকারি কর্মচারীর অকালমৃত্যুতে পরিবারকে চাকরি দেওয়ার কথা ঘোষণা করল নবান্ন।

চাকরি না পাওয়ায় মামলা মৃতের পরিবারের

নিয়ম অনুযায়ী, কোনও কর্তব্যরত সরকারি কর্মীর মৃত্যুতে তাঁর নিকটাত্মীয়কে কমপ্যাশনেট গ্রাউন্ডে চাকরি দেওয়া হয়ে থাকে। আর সেই জন্য নির্দিষ্ট নিয়মবিধি রয়েছে। কিন্তু, বেশ কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে, কর্তব্যরত অবস্থায় কোনও সদস্যের মৃত্যুর পর পরিবার বিভিন্ন প্রতিকূলতার মধ্য দিয়ে যাচ্ছে। পরিবারের সদস্যের চাকরি পেতে লেগে যাচ্ছে দীর্ঘ সময়, অথবা বহু প্রার্থীর আবেদন ত্রুটিপূর্ণ থাকায় তা খারিজ হয়ে যাচ্ছে। ফলে তাঁরা ক্ষুব্ধ হয়ে সরকারের বিরুদ্ধে মামলা করছেন। আর সেই মামলা চলছে চলছে বছরের পর বছর ধরে। তাই এবার এই বিষয়ে তৎপর হয়ে উঠল রাজ্য সরকার।

WhatsApp Community Join Now

গতকাল অর্থাৎ বুধবার পঞ্চায়েত দফতর এই বিষয়ে একটি বিজ্ঞপ্তি জারি করেছে। যেখানে বেশ কয়েকটি নির্দেশিকা জারি করা হয়েছে। সেগুলি হল –

সরকারের নয়া নির্দেশিকা

  • পঞ্চায়েত দফতরের কোনও সরকারি কর্মচারীর অকালমৃত্যু ঘটল বা দুর্ঘটনা কিংবা অসুস্থতার সম্মুখীন হলে পঞ্চায়েত দফতরই সেই কর্মচারীর পরিবারের সঙ্গে যোগাযোগ করবে।
  • কর্মচারীর মৃত্যুর দু’বছরের মধ্যে তাঁর পরিবারের সঙ্গে দেখা করে তাঁদের চাকরির আবেদনের জন্য গাইড করে দেবে। তার কারণ, অনেকেই চাকরির জন্য কীভাবে আবেদন করতে হয় তা জানেন না। দেরি হওয়ার কারণেই তাই অনেক পরিবার চাকরি পাচ্ছে না।
  • আবেদন করার সঙ্গে সঙ্গে মৃতের পরিবারকে একটি রিসিপ্ট কপি দিতে হবে।
  • আবেদন করার জন্য যদি কোনও গুরত্বপূর্ণ তথ্যের প্রয়োজন হয়, তখন তার ব্যবস্থা করবে পঞ্চায়েত দফতর। এ ব্যাপারে দফতরের একজন অফিসারকে দায়িত্ব দিতে হবে।
  • আবেদন জমা পড়ার ৩০ দিনের মধ্যে তা প্রসেস করে ফেলতে হবে।
বাছাই করা গুরুত্বপুর্ন খবর পেতে গ্রুপে যুক্ত হোন