ঋত্বিক পাত্রঃ কৃষকদের জন্য নানান জনমুখী প্রকল্প নিয়ে এসেছে কেন্দ্র সরকার থেকে শুরু করে রাজ্য সরকার। কৃষকদের উন্নতির লক্ষ্যে স্কিম গুলো নিয়ে আসা হয়েছে। কেন্দ্র সরকার শুরু করেছে PM কিষাণ যোজনা এবং রাজ্য সরকারের তরফে শুরু করা হয়েছে পশ্চিমবঙ্গ সরকার কৃষক বন্ধু প্রকল্প। সম্প্রতি বাংলার মুখ্যমন্ত্রী নতুন একটি স্কিমের ঘোষণা করলেন। এই প্রকল্পের মাধ্যমে কৃষকদের আরও বেশি সুযোগ সুবিধা দেওয়াই লক্ষ্য তার।
কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে পশ্চিমবঙ্গ সরকার ৪,০০০ থেকে ১০,০০০ টাকা অবধি দিয়ে থাকে কৃষকদের। রবি এবং খারিফ মরশুমে চাষের সহায়তার লক্ষ্যে এই টাকা দেওয়া হয়। জানা যাচ্ছে এবার বর্ষাতেও এই টাকা ঢুকবে। রিপোর্ট অনুযায়ী রাজ্যের মোট ১.৫ কোটি কৃষকদের জন্য ২,৯০০ কোটি টাকার ফান্ড নির্ধারণ করা হয়েছে।
অনেকের অ্যাকাউন্টেই ঢুকছে টাকা
অনেকের অ্যাকাউন্টে এই টাকা ঢুকতে শুরু করেছে, শীঘ্রই সবাই এই টাকা পেয়ে যাবেন। টাকা না ঢুকলে অতি সত্বর নিকটবর্তী কোনও তথ্যমিত্র কেন্দ্র বা CSC সেন্টারে গিয়ে যোগাযোগ করুন। সেখান থেকে এই বিষয়ে আপনাকে সাহায্য করা হবে। এদিকে কৃষকদের সাহায্য করার বিষয়ে ট্যুইট করেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, “২০১৯ সালের পর থেকে আজ পর্যন্ত কৃষকবন্ধু প্রকল্পের মাধ্যমে রাজ্যের কৃষকদের মোট ১৮ হাজার ২৩৫ কোটি টাকা দিয়েছি।”
আরও পড়ুনঃ এসেও আসছে না বর্ষা! গুমোট পরিস্থিতিতে রাজ্যে ফের পড়ল গরমের ছুটি, জারি বিজ্ঞপ্তি
এছাড়া নিজের ট্যুইটে তিনি এও উল্লেখ করেন যে, ১৮ থেকে ৬০ বছরের মধ্যে কোনো কৃষক মারা গেলে তার পরিবারকেও ২ লক্ষ টাকা আর্থিক সাহায্য করা হচ্ছে। ২০১৯ সাল থেকে এই হিসেবে মোট ১ লক্ষ ১২ হাজার কৃষকের পরিবারকে আর্থিক ক্ষতিপূরণ দেওয়া হয়েছে ২ হাজার ২৪০ কোটি টাকা। উল্লেখ্য, কৃষক বন্ধু প্রকল্পের সুবিধা পেতে অফিশিয়াল ওয়েবসাইটে যেতে হবে, সেখানে গিয়ে হোম পেজ খুলতে হবে। Beneficiary Status অপশনে ক্লিক করলেই একটি নতুন পেজ ওপেন হবে। এখানে নিজের সমস্ত তথ্য দিতে হবে। তারপরই পেমেন্ট হবে আপনার।