ইন্ডিয়া হুড ডেস্ক: দেশের জনগণের স্বার্থে একের পর এক নানা প্রকল্প নিয়ে হাজির হচ্ছে কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার। মহিলা, পুরুষ, বেকার যুবক যুবতী এবং ছাত্র ছাত্রীদের জন্য চালু করা হচ্ছে একাধিক প্রকল্প। বাদ যায়নি বয়স্ক প্রবীণ নাগরিকরাও। তাইতো কেন্দ্রীয় সরকারের উদ্যোগে ষাটোর্ধ্ব বয়স্ক প্রবীণ নাগরিকদের জন্য নেওয়া হল দুর্দান্ত প্রকল্প।
ইতিমধ্যেই দেশের বেশ কয়েকটি রাজ্যে প্রবীণ নাগরিকদের নানা সামাজিক সুবিধা দেওয়ার ক্ষেত্রে কেন্দ্রীয় সরকার চালু করেছে Senior Citizen Card। তবে পশ্চিমবঙ্গের নাগরিকদের জন্য সেই সুবিধা থাকলেও সরকারিভাবে Senior Citizen Card দেওয়ার উদ্যোগ এখনও পর্যন্ত নেওয়া হয়নি। কিন্তু চিন্তা নেই। এবার রাজ্য সরকার প্রবীণ নাগরিকদের সুবিধার্থে নিয়ে নিল এক দারুণ উদ্যোগ।
কলকাতা পুলিশের উদ্যোগে ‘প্রণাম’ নামে একটি কর্মসূচী চালু করা হয়েছে। যেখানে বয়স্ক নাগরিকদের বিশেষ সুবিধা দেওয়া হয়ে থাকে। সেখানে অংশ নেওয়া প্রবীণ নাগরিকদের এমনই একটি বিশেষ কার্ড দেওয়া হয়। এছাড়া বিভিন্ন ব্লক অফিসে নিজস্ব উদ্যোগে বয়স্ক নাগরিকদের এই সুবিধা দেওয়া হচ্ছে। তবে সারা রাজ্য জুড়ে এখনও Senior Citizen Card এর এই সুবিধা পুরোপুরি চালু করা হয়নি। এবং এই কার্ডের আবেদনের জন্য কোনও অনলাইন পরিষেবাও চালু হয়নি।
কী কী সুবিধা মিলবে?
- Senior Citizen Card ব্যবহার করলে প্রবীণ নাগরিকরা ব্যাঙ্কে স্থায়ী আমানতের ক্ষেত্রে অতিরিক্ত সুদ মিলবে।
- ট্রেন, বাস ইত্যাদি গণপরিবহণের টিকিট বুকিং এর ক্ষেত্রে অতিরিক্ত ছাড় পাওয়া যাবে।
- প্রবীণ নাগরিকদের নিরাপত্তার বিষয়ে বিশেষ সুবিধা মিলবে পুলিশ প্রশাসনের তরফ থেকে।
- এই Senior Citizen Card ব্যবহার করলে প্রবীণ নাগরিকরা বিভিন্ন নানা সামাজিক এবং সরকারি প্রকল্পের অংশ হতে পারবে।
প্রয়োজনীয় তথ্য
- বয়সের শংসাপত্র
- ঠিকানার শংসাপত্র
- রক্ত পরীক্ষার মাধ্যমে বয়স যাচাইয়ের প্রমাণপত্র
আবেদনের পদ্ধতি
- এই Senior Citizen Card সব জায়গায় এইমুহুর্তে চালু নেই। তবে বিভিন্ন ব্লক ও তহশিলদারের অফিসে বয়স্ক নাগরিকদের বিশেষ সার্টিফিকেট দেওয়া হচ্ছে। তাই এই কার্ডের আবেদন করার জন্য নিকটবর্তী তহশীলদারের অফিসে যেতে হবে। সেখানে জেনে নিতে হবে যে এই কার্ড দেওয়া হচ্ছে কিনা।
- যদি দেওয়া হয়ে থাকে, তাহলে সেখানে একটি আবেদনপত্র জমা দিতে হবে।
- সঙ্গে প্রয়োজনীয় ডকুমেন্টসের জেরক্স অবশ্যই দিতে হবে।
- এরপর নির্ভুলভাবে আবেদন পত্র লিখে অফিসে জমা দিতে হবে।