সম্ভাবনাই এবার হয়ত বাস্তবে পরিণত হতে চলেছে। চলতি মাসেই অর্থাৎ এপ্রিলের শেষ কিংবা মে মাসের শুরুতেই উচ্চমাধ্যমিক ২০২৪ এর ফলপ্রকাশ হতে চলেছে। এমনই সম্ভাবনা তৈরি করছে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ অর্থাৎ WBCHSE। সামনেই লোকসভা নির্বাচন। আগামী ১৯ এপ্রিল উত্তরবঙ্গে শুরু হতে চলেছে প্রথম দফার ভোট। আর এর মাঝেই উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের মনে ফলপ্রকাশের আশঙ্কা বেড়েই চলেছে।
প্রত্যেকবারের মত এবারেও উচ্চমাধ্যমিকের আগে মাধ্যমিক পরীক্ষা হয়েছে। গত ১২ ফেব্রুয়ারি মাধ্যমিক পরীক্ষা শেষ হওয়ার পরে উচ্চমাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছিল। পরীক্ষা শেষ হয়েছিল ২৯ ফেব্রুয়ারি। তাই হিসেব অনুযায়ী মাধ্যমিকের রেজাল্ট উচ্চমাধ্যমিকের আগে বেরানোর কথা। কিন্তু লোকসভা নির্বাচনে এবার সেই হিসেবে খানিকটা বদল ঘটাতে পারে। মাধ্যমিকের আগেই এবার হয়ত উচ্চমাধ্যমিকের ফল প্রকাশ হতে পারে।
সম্ভাবনার কারণ
বিশেষ সূত্র থেকে জানা গিয়েছে আগামী ২৫ এপ্রিলের মধ্যে উচ্চমাধ্যমিকের ফলপ্রকাশের সম্ভাবনা নেই। কারণ তার পরেরদিন ২৬ এপ্রিল রাজ্যে দ্বিতীয় দফার লোকসভা নির্বাচনের ভোটগ্রহণ হবে। তাই সেক্ষেত্রে উচ্চমাধ্যমিকের মত এত বড় পরীক্ষার ফলপ্রকাশ করা কার্যত কঠিন। অন্যদিকে, আগামী ৭ মে রাজ্যে তৃতীয় দফার ভোটগ্রহণ হবে। তাই ২৭ এপ্রিলের আগে উচ্চমাধ্যমিকের রেজাল্ট প্রকাশ হবে না। হয়তো ২৭ এপ্রিল বা ৬ মে’র মধ্যে ফলাফল প্রকাশ করে দেওয়া হবে বলে ওই মহলের ধারণা। কিন্তু সেক্ষেত্রে যদি সংসদ চায় তাহলে টাইম পিরিয়ড কমিয়ে ফলাফল প্রকাশ করে দিতে পারে।
এদিকে গত সোমবার শিক্ষকদেরকে মাধ্যমিক পরীক্ষার্থীদের খাতায় নম্বর সংশোধনের শেষদিন ধার্য করে দিল পর্ষদ। একাধিক পরীক্ষার্থীর নম্বরে হেরফের রয়েছে বলেই ফের অনলাইনে নম্বর পুনর্মূল্যায়ন করতে নির্দেশ দিয়েছিল পর্ষদ (WBBSE)।
কীভাবে অনলাইনে চেক করবেন ফলাফল
- এবছর উচ্চমাধ্যমিক ফলাফল জানতে পড়ুয়ারা উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের প্রদত্ত ওয়েবসাইটে অর্থাৎ wbresults.nic.in যেতে হবে।
- সেখানে হোমপেজে ‘West Bengal Council of Higher Secondary Education Examination – 2024’ ক্লিক করতে হবে।
- তারপর প্রয়োজনীয় তথ্য টাইপ করে পরীক্ষার্থীরা নিজেদের রেজাল্ট দেখতে পারবে।