ট্রেনের চাকা গড়াবে ৭০ মিনিট আগে! বদলে গেল হাওড়া থেকে বন্দে ভারত ছাড়ার সময়

Published on:

Howrah-Ranchi Vande Bharat Express

ইন্ডিয়া হুড ডেস্ক: ভারতীয় রেল পরিষেবার ইতিহাসে বন্দে ভারত ট্রেন এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ২০১৯ সালে দিল্লি থেকে বারাণসী পর্যন্ত প্রথম বন্দে ভারত এক্সপ্রেস চালু হওয়ার পর থেকে এই সেমি-হাই-স্পিড ট্রেনটি দেশের পরিবহনের একটি জনপ্রিয় মাধ্যম হয়ে উঠেছে। তাইতো যাত্রীরা দূরে ভ্রমণের জন্য হোক কিংবা কাছের, সবসময় ফার্স্ট প্রায়োরিটি হিসেবে বন্দে ভারত থাকে। এমনকি বাংলার মাটিতেও বেশ সফলতা লাভ করেছে দেশের সবচেয়ে দ্রুততম এই ট্রেন। তবে সম্প্রতি পশ্চিমবঙ্গে যে সকল বন্দে ভারত ট্রেনগুলো পর্যাপ্ত রয়েছে, সেই সময়সূচীর খানিক পরিবর্তন হতে চলেছে।

নির্ধারিত নিয়ম অনুযায়ী প্রতিদিন দুপুর ৩ টে ৪৫ মিনিট নাগাদ হাওড়া-রাঁচি বন্দে ভারত এক্সপ্রেস ছাড়ে হাওড়া থেকে। এবং রাঁচি পৌঁছাত রাত ১০ টা ৫০ মিনিটে। তবে সেই নির্ধারিত সময় খানিক পরিবর্তিত হয়েছে। রেল সূত্রের খবর, নয়া টাইমটেবিল অনুযায়ী ভারত এক্সপ্রেস হাওড়া থেকে ছাড়বে প্রতিদিন দুপুর ২ টো ৩৫ মিনিটে। অর্থাৎ ৭০ মিনিট আগে। যার দরুন রাঁচিতে পৌঁছাবে ৫০ মিনিট আগে অর্থাৎ রাত ১০ টায়।

WhatsApp Community Join Now

কবে থেকে শুরু হবে এই নয়া নিয়ম?

দক্ষিণ-পূর্ব রেল সূত্রের খবর, এখন থেকেই শুরু হচ্ছে না এই নয়া নিয়ম। আপাতত পুরনো সময়সূচি মেনেই হাওড়া-রাঁচি বন্দে ভারত এক্সপ্রেস চলাচল করবে। তবে আগামী ১০ জুন থেকে নয়া সময়সূচি হাওড়া-রাঁচি বন্দে ভারত এক্সপ্রেস চালানো হবে।

কোন স্টেশনে কখন পৌঁছবে হাওড়া-রাঁচি বন্দে ভারত এক্সপ্রেস?

  • হাওড়া-রাঁচি বন্দে ভারত এক্সপ্রেস খড়্গপুরে পৌঁছাবে বিকেল ৪ টে ৮ মিনিটে। স্টেশনে দাঁড়াবে মাত্র ২ মিনিট।
  • এরপর বিকেল ৫ টা ৪৫ মিনিটে টাটানগর স্টেশনে পৌঁছাবে। সেখানেও থামবে মাত্র ৫ মিনিট।
  • পরবর্তী স্টপেজ চাণ্ডিল স্টেশন। সেখানে পৌঁছাবে সন্ধ্যা ৬ টা ৪০ মিনিটে। এবং অপেক্ষা করবে মাত্র ১ মিনিট।
  • সন্ধ্যা ৭ টা ২৩ মিনিটে পুরুলিয়ায় পৌঁছাবে। সেখানে দাঁড়াবে মাত্র ২ মিনিট।
  • এরপর রাত ৮ টা ৪ মিনিটে কোটশিলায় পৌঁছাবে। সেখানেও ১ মিনিটের স্টপেজ দেওয়া হবে।
  • পরবর্তী স্টপেজ মুরিতে। সেখানে রাত ৮ টা ২৫ মিনিটে পৌঁছাবে। ২ মিনিট অপেক্ষা করবে ওই স্টেশনে।
  • এবং অবশেষে রাত ১০ টায় হাওড়া-রাঁচি বন্দে ভারত এক্সপ্রেস পৌঁছাবে রাঁচিতে।
বাছাই করা গুরুত্বপুর্ন খবর পেতে গ্রুপে যুক্ত হোন