ইন্ডিয়া হুড ডেস্ক: দিন যত এগোচ্ছে, ততই ভারতীয় রেল একের পর এক মাইলফলক ছুঁয়েই চলেছে। যাত্রীদের সুবিধার্থে নানা পদক্ষেপ নিয়ে চলেছে ভারতীয় রেল। তাইতো দেশের অন্যতম ভরসাযোগ্য গণপরিবহন মাধ্যম হয়ে উঠেছে রেল। ছোটো খাটো ট্রিপ হোক কিংবা বড় ট্রিপ পরিবার এবং বন্ধু বান্ধবদের সঙ্গে নির্দ্বিধায় ট্রেনে চেপে ঘুরতে যাওয়া যায়। এই আবহেই এবার নয়া পালক জুড়ল হাওড়া ডিভিশন।
জানা গিয়েছে, অসামান্য কর্মক্ষমতা প্রদর্শন করে পণ্য পরিবহণে এক নয়া রেকর্ড গড়ে তুলেছে হাওড়া ডিভিশন। শুধু মে মাসেই প্রায় ২ হাজার ২২ মেট্রিক টন পণ্য পরিবহণ করেছে হাওড়া ডিভিশন, যা একটি নতুন ঐতিহাসিক রেকর্ড | এই বৃদ্ধির গতিপথ শুধু হাওড়া বিভাগের শক্তিশালী কর্মক্ষমতাই তুলে ধরে না বরং দক্ষ পণ্যবাহী পরিবহণের মাধ্যমে অর্থনৈতিক কর্মকাণ্ডে এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে৷
অভাবনীয় রেকর্ড হাওড়া ডিভিশনের!
প্রতি বছর মে মাসে প্রতিকূল আবহাওয়ার সৃষ্টি হয়। এবছরেও তার ব্যতিক্রম হয়নি। রেমালের পরবর্তী দূর্যোগকে হাওড়া ডিভিশন কাবু করে তার পণ্যবাহী রেকর্ড গড়ে তুলতে সক্ষম হয়েছে। এর আগে ২০২১ সালের নভেম্বরে হওয়া ১হাজার ৯৪০মেট্রিক টন রেকর্ডকে ছাড়িয়ে গেছে । গত ৩১শে মে ২০২৪ পর্যন্ত ক্রমবর্ধমান পণ্যবাহন ৩ হাজার ৭৮৪ মেট্রিক টন ছুঁয়েছে, যা ২০২৩-২৪ আর্থিক বছরের সংশ্লিষ্ট সময়ের জন্য ক্রমবর্ধমান লোডিংয়ের চেয়ে প্রায় ৩২.৩৭% বেশি৷
আরও পড়ুনঃ উত্তরবঙ্গ হবে আরও কাছে! বাংলাদেশের অন্দরে ট্রেন চালাবে ভারতীয় রেল
প্রসঙ্গত, শুধু মে মাসেই এই অভূতপূর্ব লোডিং-এর মাধ্যমে এক মাসে সর্বোচ্চ পণ্যবাহীর রেকর্ড গড়েছে হাওড়া ডিভিশন৷ তাই হাওড়া ডিভিশনের এই কৃতিত্ব সম্পূর্ণরূপে ভারতীয় রেলওয়ের প্রধান ভূমিকাকেই নিশ্চিত করে। যা পরিবহণের মেরুদন্ড হিসাবে গোটা অর্থনৈতিক কর্মকাণ্ডকে চালনা করে৷