গঙ্গার তলার পর এবার খিদিরপুরে টানেল, ফের মেগা প্রোজেক্টে কাজ শুরু কলকাতা মেট্রোর

Published on:

kolkata-metro

গঙ্গার তলা দিয়ে মেট্রো যাত্রা এখন অতীত! মাটির নীচ দিয়ে এবার ঢুকবে মাঝেরহাট মেট্রো! যাত্রীদের সুবিধার্থে এবার নয়া পরিকল্পনা করতে চলেছে মেট্রো কর্তৃপক্ষ। একের পর এক নানা উদ্যোগ নিয়েই চলেছে কর্তৃপক্ষ। চলতি বছর গত মাসে গঙ্গার তলা দিয়ে হাওড়া থেকে এসপ্ল্যানেড যাওয়ার মেট্রো উদ্বোধন করা হয়েছিল স্বয়ং প্রধানমন্ত্রীর হাত ধরে। এবার টার্গেট মাটির নীচে দিয়ে মাঝেরহাট মেট্রো ঢুকে ডিরেক্ট পৌঁছবে ধর্মতলা। তাহলে কি আরও এক নতুন চমকের সম্মুখীন হতে চলেছে কলকাতাবাসী? জেনে নিন বিস্তারিত।

মেগা প্রোজেক্টে কাজ শুরু কলকাতা মেট্রোর

জানা গিয়েছে জোকা-এসপ্ল্যানেড মেট্রোর মোামিনপুর থেকে এসপ্ল্যানেড পর্যন্ত অংশের কাজ করতে ইতিমধ্যে খিদিরপুরের সেন্ট থমাস স্কুলের চত্বরে কাজ শুরু হয়েছে। টানেল বোরিং মেশিন’-র (টিবিএম) মাধ্যমে খনন প্রক্রিয়া হবে। আর সেই খনন প্রক্রিয়ার জন্য সেন্ট থমাস স্কুলের চত্বরেও প্রবেশ করতে হবে। সেখানে একটি শাফট তৈরির কাজ করতে স্কুলের মধ্যে ঢুকে পড়বে টিবিএম। যা ধীরে-ধীরে খিদিরপুর থেকে ভিক্টোরিয়া স্টেশনে পৌঁছে যাবে। এছাড়াও পার্কস্ট্রিট এবং এসপ্ল্যানেড মেট্রো স্টেশন তৈরির জন্য সাময়িকভাবে রাজস্থান ক্লাব, কলকাতা মাউন্টেড পুলিশ প্যাডককে সরিয়ে দেওয়া হবে বলে জানিয়েছে কলকাতা মেট্রো কর্তৃপক্ষ। মাটির নীচ দিয়েই খিদিরপুর, ভিক্টোরিয়া এবং পার্কস্ট্রিট হয়ে এসপ্ল্যানেডে পৌঁছাবে মেট্রো।

WhatsApp Community Join Now

কতদূর এগিয়েছে কাজ

তবে সেক্ষেত্রে কাজ বন্ধ থাকবে না। যতদিন পার্কস্ট্রিট স্টেশনের জন্য নির্মাণকাজ চলবে, ততদিন ওই ক্লাবগুলি যাতে স্বাভাবিক ছন্দে কাজ চালিয়ে যেতে পারে, তার জন্য ফাঁকা জমিতে পোর্টা-টাইপ কন্টেনার প্রদান করছে মেট্রো কর্তৃপক্ষ। যার মধ্যে এইমুহুর্তে পাঁচটি কন্টেনার বসিয়ে দেওয়া হয়েছে। বাকিগুলিও খুব শীঘ্রই বসিয়ে ফেলা হবে বলে মনে করা হচ্ছে। পাশাপাশি নিউ মার্কেটের কাছেই থাকা মনোহর দাস তড়াগের জল ছেঁচে নেওয়া হবে। তার নীচেই তৈরি হবে টানেল। নির্মাণকাজ শেষ হয়ে গেলে আবারও পুরনো ছন্দে ফিরিয়ে দেওয়া হবে মনোহর দাস তড়াগকে।

আরও পড়ুনঃ ইংরেজিতে লবডঙ্কা! ভাইরাল শাহরুখের উচ্চ মাধ্যমিকের রেজাল্ট, নম্বর দেখে ‘হাঁ’ সবাই

অন্যদিকে, এসপ্ল্যানেড মেট্রো স্টেশন নির্মাণ তৈরির জন্য কলকাতা মাউন্টেড পুলিশ প্যাডককে সরিয়ে শহিদ মিনারে নিয়ে যাওয়া হবে বলে প্রস্তাব পাঠানো হয়েছিল প্রতিরক্ষা মন্ত্রকের কাছে। সেই জন্য ইতিমধ্যে প্রতিরক্ষা মন্ত্রকের থেকে ‘নো-অবজেকশন সার্টিফিকেট’ (NOC) পাওয়া গিয়েছে। আপাতত কলকাতা মেট্রোর পার্পল লাইনের জোকা থেকে মাঝেরহাট পর্যন্ত বাণিজ্যিক পরিষেবা চালু আছে।

বাছাই করা গুরুত্বপুর্ন খবর পেতে গ্রুপে যুক্ত হোন