২০২৫-এ কবে মাধ্যমিক পরীক্ষা? ফল প্রকাশের দিনই বড় ঘোষণা পর্ষদের

Published on:

Madhyamik Examination 2025

প্রকাশিত হল মাধ্যমিকের ফলাফল। লোকসভা নির্বাচনকে ঘিরে নানা অভিন্ন মতামতের ভিড়ে অবশেষে 80 দিনের মাথায় প্রকাশ হল মাধ্যমিকের ফলাফল। সকাল ৯ টা নাগাদ আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ করেছেন মধ্যশিক্ষা পর্ষদ সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায়। সাংবাদিকদের সঙ্গে মুখোমুখি ক্যামেরার সামনে চলতি বছরে মাধ্যমিক পরীক্ষার পাশের হার, প্রথম ১০ এর নাম, খাতা দেখা, নম্বর আপলোড এবং স্ক্রুটিনি পদ্ধতি নিয়ে মুখ খুলেছেন তিনি। পাশাপাশি আগামী বছরের মাধ্যমিক পরীক্ষা কবে হবে সেই সম্পর্কে নানা গুরত্বপূর্ণ তথ্য বিস্তারিতভাবে জানিয়ে দিল মধ্যশিক্ষা পর্ষদ।

এদিন মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় জানিয়েছেন এই বছর মাধ্যমিক পরীক্ষায় পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৯ লক্ষ ২৩ হাজার ৬৩৬ জন। যাদের মধ্যে উত্তীর্ণ হয়েছেন ৭ লক্ষ ৬৫ হাজার ২৫২ জন পড়ুয়া। রিপোর্ট অনুযায়ী ২০২৩-এ পাশের হার ছিল ৮৬.১৫ শতাংশ। যা চলতি বছর অনেকটাই বেশি হয়ে দাঁড়িয়েছে ৮৬.৩১ শতাংশে। মেয়েদের মধ্যেই সেই সংখ্যাটা বেশি। তবে বাতিল করা হয়েছে ৪৬ জনের খাতা। এসবের মাঝেই আজ মাধ্যমিক ২০২৫ এর পরীক্ষা কবে হবে তা জানিয়ে দিল মধ্যশিক্ষা পর্ষদ। পরীক্ষা শুরু ২০২৫-এর ফেব্রুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহ থেকেই। খুব শীঘ্রই আগামী বছরের মাধ্যমিক পরীক্ষার রুটিন দেওয়া হবে পর্ষদ এর পক্ষ থেকে।

WhatsApp Community Join Now

প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারী কারা?

মাধ্যমিকে প্রথম স্থানে রয়েছে কোচবিহারের রামভোলা হাই স্কুলের ছাত্র চন্দ্রচূড় সেন। ৭০০ নম্বরের পরীক্ষায় সে পেয়েছে ৬৯৩। দ্বিতীয় স্থানে পুরুলিয়া জেলা স্কুলের ছাত্র সাম্যপ্রিয় গুরু। সে পেয়েছে ৬৯২। তৃতীয় স্থানে রয়েছেন তিন জন। দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট হাইস্কুলের উদয়ন প্রসাদ, বীরভূম থেকে নিউ ইন্টিগ্রেটেড গভর্নমেন্ট হাইস্কুলের পুষ্পিতা বাঁশুরি এবং দক্ষিণ ২৪ পরগনার নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের নৈঋতরঞ্জন পাল। তাদের প্রাপ্ত নম্বর ৬৯১। এছাড়াও পর্ষদ সূত্রে জানা গিয়েছে চলতি বছর ৬০ শতাংশেরও বেশি নম্বর পেয়েছে ১ লক্ষ ১৮ হাজার ৪১১ জন, AA গ্রেড পেয়েছে ৯ হাজার ৯৬১ জন, A+ গ্রেড পেয়েছে ২৪ হাজার ৬৪৩ জন, এবং A গ্রেড পেয়েছে ৮৩ হাজার ৮০৭ জন।

পাশের হারে কে হল টপার?

পাশের হারের শীর্ষে এবার পশ্চিমবঙ্গের সব জেলাকে ছাপিয়ে এগিয়ে এসেছে কালিম্পং জেলা। দ্বিতীয় স্থানে রয়েছে পূর্ব মেদিনীপুর। তৃতীয় স্থানে রয়েছে কলকাতা ও চতুর্থ স্থান দখল করল পশ্চিম মেদিনীপুর। পর্ষদ সভাপতি রামাণুজ গঙ্গোপাধ্যায় জানিয়েছেন, এবার মাধ্যমিকে প্রথম দশে উঠে এসেছে ৫৭ জনের নাম। দক্ষিণ ২৪ পরগনার ৮ জন, দক্ষিণ দিনাজপুরের ৭ জন, পূর্ব বর্ধমানের ৭ জন, পূর্ব মেদিনীপুরের ৭ জন, বাঁকুড়ার ৪ জন, বীরভূমের ৩ জন, উত্তর ২৪ পরগনার ২ জন, হাওড়ার ১ জন, মালদহের ৪ জন, পশ্চিম মেদিনীপুরের ৪ জন, কোচবিহারের ২ জন, হুগলি থেকে ২ জন, নদিয়ার ২ জন, হাওড়ার ১ জন, ঝাড়গ্রামের ১ জন, কলকাতার ১ জন, পুরুলিয়ার ১ জন, উত্তর দিনাজপুরের ১ জন।

বাছাই করা গুরুত্বপুর্ন খবর পেতে গ্রুপে যুক্ত হোন