২০২৫-র মাধ্যমিক পরীক্ষা নিয়ে নয়া বিজ্ঞপ্তি, কবে শুরু হবে পরীক্ষা? বিরাট আপডেট দিল পর্ষদ

Published on:

Madhyamik Examination 2025

ইন্ডিয়া হুড ডেস্ক: আগেই প্রকাশিত হয়েছিল। চলতি বছরের মাধ্যমিক পরীক্ষা শেষ হওয়ার দিন সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু এবং পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায়। সেই সময় শিক্ষামন্ত্রী ২০২৫ সালের মাধ্যমিক পরীক্ষার রুটিন জানিয়েছিলেন। জানা যায়, আগামী বছর ১৪ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে মাধ্যমিক পরীক্ষা। কিন্তু সেই রুটিন খানিকটা বদল করা হয়েছে। ঘোষণা করা হল আগামী বছরের মাধ্যমিকের নতুন পূর্ণাঙ্গ রুটিন।

সাংবাদিকদের মুখোমুখি পর্ষদ!

গতকাল অর্থাৎ শুক্রবার, বিকেলে সাংবাদিক বৈঠকের আয়োজন করে মধ্যশিক্ষা পর্ষদ। সেখানে চলতি বছরের মাধ্যমিকের স্ক্রুটিনি এবং রিভিউয়ের ফল ঘোষণা করা হয়। সেখানে পর্ষদ এর ফলাফল ঘোষণায় উঠে এল এক চাঞ্চল্যকর তথ্য। সূত্রের খবর, এবার স্ক্রুটিনির জন্য আবেদন করেছিল ৬৩ লাখ ছাত্র-ছাত্রী। কিন্তু এদিন পর্ষদ জানিয়েছে, আবেদনের মাঝেই সর্বমোট ১২ হাজার ৪৬৮টি উত্তরপত্রে নম্বর যোগ করার ক্ষেত্রে গোলমাল ধরা পড়েছে। ফলে সেই পড়ুয়াদের নম্বর বেড়েছে। নয় নয় করে অন্তত ২২ নম্বর পর্যন্ত বেড়েছে পড়ুয়াদের।

WhatsApp Community Join Now

ফলত এই ফলাফলের জেরে প্রথম ১০ এর মেধা তালিকায় জায়াগা দখল করে নিল আরও ৭ জন পড়ুয়া। পাশাপাশি মেরিট লিস্টেও জায়গা বদল হয়েছে ৪ পরীক্ষার্থীর। গোটা বিষয়টি নিয়ে চরম অসন্তোষ প্রকাশ করলেন বোর্ড সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায়। তিনি জানিয়েছেন, এতগুলি পড়ুয়ার খাতায় নম্বরের ভুল কাম্য নয়। যেখানে সম্প্রতি মেডিক্যাল প্রবেশিকার সর্বভারতীয় পরীক্ষা NEET UG ও সহকারী অধ্যাপক নিয়োগের UGC নেটের প্রশ্ন ফাঁসের অভিযোগকে কেন্দ্র করে তোলপাড় হয়েছে গোটা দেশ। সেখানে বঙ্গে এই ধরনের পরিস্থিতি বেশ জটিল করে তুলেছে পড়ুয়াদের ভবিষ্যৎ। তাই আগামী দিনে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের প্রশ্নপত্র যাতে ফাঁস না হয়, তার জন্য কঠোর সতর্কতামূলক ব্যবস্থা নিতে চলেছে রাজ্যের শিক্ষা দফতর।

২০২৫ এর মাধ্যমিকের পরীক্ষার পূর্ণাঙ্গ রুটিন

এদিনের সাংবাদিক বৈঠকের মাঝেই পরের বছরের অর্থাৎ ২০২৫ সালের মাধ্যমিক পরীক্ষার সূচি জানিয়ে দিলেন পর্ষদ সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায়। এ বছরের মতো ২০২৫-এও বছরের শুরুতে ফ্রেব্রুয়ারি মাসেই মাধ্যমিক পরীক্ষার আয়োজন করা হবে পর্ষদের তরফে। সূত্রের খবর, আগামী বছর ১০ ফেব্রুয়ারি থেকে শুরু হবে মাধ্যমিক। নীচে পরীক্ষার সম্পূর্ণ নির্ঘণ্ট তুলে দেওয়া হল।

  • ১০ ফেব্রুয়ারি- প্রথম ভাষা।
  • ১১ ফেব্রুয়ারি- দ্বিতীয় ভাষা।
  • ১৫ ফেব্রুয়ারি- অঙ্ক।
  • ১৭ ফেব্রুয়ারি- ইতিহাস।
  • ১৮ ফেব্রুয়ারি- ভূগোল।
  • ১৯ ফেব্রুয়ারি- জীবনবিজ্ঞান।
  • ২০ ফেব্রুয়ারি- ভৌতবিজ্ঞান।
  • ২২ ফেব্রুয়ারি- ঐচ্ছিক বিষয়।
বাছাই করা গুরুত্বপুর্ন খবর পেতে গ্রুপে যুক্ত হোন