ইন্ডিয়া হুড ডেস্ক: কাজের ব্যস্ততার মাঝেই ফের চলে নিত্যযাত্রীরা। প্ল্যাটফর্ম সম্প্রসারণ, ইন্টারলকিং-সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ কাজের কারণে মহা ঝঞ্ঝাট পোহাতে হবে যাত্রীদের। গত বুধবার এক সাংবাদিক বৈঠকে শিয়ালদহের DRM দীপক কুমার নিগম জানিয়েছেন, এবার সব ট্রেন ১২ কামরার হতে চলেছে। তাই কাজের সুবিধার জন্য শিয়ালদহ স্টেশনে ২১টি প্লাটফর্মের মধ্যে ১ থেকে ৫ নম্বর, এই পাঁচটি প্ল্যাটফর্ম বন্ধ থাকতে চলেছে আগামী শুক্রবার থেকে রবিবার পর্যন্ত। হবে বলে জানা যাচ্ছে। তবে যাত্রীদের ভোগান্তি কমাতে বেশ কিছু নয়া উদ্যোগ নিল রেল।
বাতিল একগুচ্ছ ট্রেন
রেল সূত্রের জানা গিয়েছে প্রতিদিন শিয়ালদহ থেকে আপ-ডাউন মিলিয়ে মোট ৮৯৪টি ট্রেন চলাচল করে। কিন্তু, আজ থেকে আগামী রবিবার পর্যন্ত ৮০৬টি ট্রেন চলবে। আবার এই ৮০৬টি ট্রেনের মধ্যে ১৪৭টি ট্রেনের যাত্রাপথও বদলে দেওয়া হয়েছে। শিয়ালদহের পরিবর্তে দমদম জংশন বা দমদম ক্যান্টনমেন্ট পর্যন্ত যাতায়াত করবে ওই ট্রেনগুলি। পাশাপাশি চারটি এক্সপ্রেসের যাত্রাপথও সংক্ষেপিত করা হয়েছে। শিয়ালদহ-আজমের সুপার ফাস্ট এক্সপ্রেস, হাটেবাজারে এক্সপ্রেস, শিয়ালদহ-বালুরঘাট এক্সপ্রেস এবং শিয়ালদহ-আসানসোল এক্সপ্রেস সেই তালিকার অন্তর্গত। জানা গিয়েছে ওই তিনদিন এই ট্রেনগুলি শিয়ালদহের পরিবর্তে কলকাতা স্টেশন থেকে ছাড়বে। আবার যাত্রা শেষে কলকাতা স্টেশনেই আসবে। যার দরুণ উদ্বেগের মুখে পড়েছে নিত্যযাত্রীরা।
যাত্রী দুর্ভোগ মেটাতে রেলের বড় সিদ্ধান্ত
তাই যাত্রীদের সমস্যা কমাতে শিয়ালদহের ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার দীপক নিগম, রাজ্যের পরিবহণসচিব সৌমিত্র মোহনের কাছে অতিরিক্ত সরকারি বাস চালানোর জন্য আর্জি জানান। যার দৌলতে আজ সকাল ৬টা থেকে ব্যারাকপুর থেকে ডানলপ এবং ক্যান্টরমেন্ট স্টেশন লাগোয়া দমদম জেল থেকে বেলগাছিয়া মেট্রো স্টেশন পর্যন্ত দু’টি রুটে সরকারি বাসের শাটল পরিষেবা মিলবে।এছাড়াও, দমদম জেল থেকে নাগেরবাজার, লেক টাউন, পাতিপুকুর হয়ে বেলগাছিয়া মেট্রো পর্যন্ত সরকারি বাস আসবে।অন্যদিকে ব্যারাকপুর থেকে টিটাগড়, খড়দহ, পানিহাটি, রথতলা হয়ে ডানলপ পর্যন্ত বাস চলবে।
প্রসঙ্গত, রেল সূত্রে জানা গিয়েছে, শিয়ালদহে এই কাজের জন্য প্রায় ৯০টি লোকাল ট্রেন বাতিল করেছে রেল। সেগুলির মধ্যে শিয়ালদহ থেকে ব্যারাকপুর, ডানকুনি এবং নৈহাটিগামী ট্রেনের সংখ্যা সব চেয়ে বেশি। অন্যদিকে রানাঘাট, মধ্যমগ্রাম, দত্তপুকুর, গোবরডাঙা থেকে চলা বেশ কিছু লোকাল ট্রেনও বাতিল করা হয়েছে।