ইন্ডিয়া হুড ডেস্ক: বেশ কিছুদিন আগে বিশ্বের তাবড় বিশ্ববিদ্যালয়গুলির তালিকা প্রকাশ করে একটি আন্তর্জাতিক সংগঠন। সেই কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাংকিংয়ের ফিলোজফি বিভাগে ভারত সেরা নির্বাচিত হয়েছে যাদবপুর বিশ্ববিদ্যালয়। দিল্লি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যুক্তভাবে সেরার তালিকায় জায়গা পেয়েছে যাদবপুর। আর কয়েক মাস কাটতে না কাটতেই ফের আরও একবার জয়ের মুকুট হাসিল করল যাদবপুর।
সূত্রের খবর, সম্প্রতি NIRF অর্থাৎ ন্যাশনাল ইনস্টিটিউট র্যাঙ্কিং ফ্রেমিং সংস্থা ২০২৪ সালের জন্য দেশের সেরা শিক্ষা প্রতিষ্ঠানের তালিকা প্রকাশ করেছে। সেক্ষেত্রে NIRF সংস্থা মোট ১৩টি ক্যাটাগরিতে এই শিক্ষা প্রতিষ্ঠানগুলির র্যাঙ্কিং করেছে। এই তালিকায় যেমন আছে দেশের সেরা ইঞ্জিনিয়ারিং কলেজের নাম, তেমনই রয়েছে সেরা ১০ বিশ্ববিদ্যালয়, সেরা ১০ কলেজ ও অন্যান্য ম্যানেজমেন্ট প্রতিষ্ঠানের নামও। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হল সেরা ১০ বিশ্ববিদ্যালয় ও সেরা ১০ কলেজের তালিকাতে নাম রয়েছে কলকাতার চার চারটি প্রতিষ্ঠানের। আজকের প্রতিবেদনের মাধ্যমে সম্পূর্ণটা জেনে নেওয়া যাক বিস্তারিত।
সেরা ১০ বিশ্ববিদ্যালয়
- IISC বেঙ্গালুরু
- JNU, নয়াদিল্লি
- জামিয়া মিলিয়া বিশ্ববিদ্যালয়, নয়াদিল্লি
- মণিপল অ্যাকাডেমি অফ হায়ার এডুকেশন, মণিপল
- বিএইচইউ, বারাণসী
- দিল্লি বিশ্ববিদ্যালয়
- অমৃত-বিশ্ব বিদ্যাপীঠম, কোয়েম্বাটোর
- এএমইউ, আলিগড়
- যাদবপুর বিশ্ববিদ্যালয়
- ভিআইটি, ভেলোর
সেরা ১০ টি কলেজ
- হিন্দু কলেজ, দিল্লি
- মিরান্ডা হাউজ, দিল্লি
- সেন্ট স্টিফেনস কলেজ, দিল্লি
- রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ সেন্টিনারি কলেজ, কলকাতা
- আত্মরাম সনাতন ধর্ম কলেজ, দিল্লি
- সেন্ট জেভিয়ার্স কলেজ, কলকাতা
- পিএসজিআর কৃষ্ণমল কলেজ ফর ওমেন, কোয়েম্বাটোর
- লয়োলা কলেজ, চেন্নাই
- কিরোরী মল কলেজ, দিল্লি
- লেডি শ্রীরাম কলেজ ফর ওমেন, দিল্লি
সেরা প্রাদেশিক বিশ্ববিদ্যালয়
- আন্না বিশ্ববিদ্যালয়, চেন্নাই
- যাদবপুর বিশ্ববিদ্যালয়, কলকাতা
- সাবিত্রীবাই ফুলে পুনে বিশ্ববিদ্যালয়, পুনে
- কলকাতা বিশ্ববিদ্যালয়, কলকাতা
- পঞ্জাব বিশ্ববিদ্যালয়, চণ্ডীগড়
- ওসমানিয়া বিশ্ববিদ্যালয়, হায়দরাবাদ
- অন্ধ্র বিশ্ববিদ্যালয়, বিশাখাপত্তনম
- ভারতীহার বিশ্ববিদ্যালয়, কোয়েম্বাটোর
- কেরালা বিশ্ববিদ্যালয়, তিরুবনন্তপুরম
- সিইউস্যাট, কোচিন
সেরা ১০ ইঞ্জিনিয়ারিং কলেজ
- IIT মাদ্রাজ
- IIT দিল্লি
- IIT বম্বে
- IIT কানপুর
- IIT খড়গপুর
- IIT রুরকি
- IIT গুয়াহাটি
- IIT হায়দরাবাদ
- IIT তিরুচিরাপল্লী
- IIT বিএইচইউ বারাণসী
প্রসঙ্গত, শিক্ষার মানকে আরও উন্নত করতে ২০২০-তে জাতীয় শিক্ষা নীতি চালু করেছে নরেন্দ্র মোদী সরকার। নতুন ব্যবস্থায় একাদশ-দ্বাদশের সিলেবাসে দেশীয় ভাষা শিক্ষার উপর জোর দেওয়া হচ্ছে। পাশাপাশি নম্বর বিভাজনের ক্ষেত্রেও বদল আনছে কেন্দ্রীয় বোর্ড। আশা করা হচ্ছে ভবিষ্যতে আরও নাম কমতে চলেছে দেশের উল্লেখযোগ্য শিক্ষা প্রতিষ্ঠানগুলি।